পুরান ঢাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

জুমবাংলা ডেস্ক : রাজধানীর নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে কারণে বাড়িটি ঘিরে রেখেছেন তারা।

সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২টায় এই ঘটনা ঘটে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিটের কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে র‍্যাব।