জুমবাংলা ডেস্ক : সময়ের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ভিডিও ভাইরাল হয়। বর্তমান যুগে মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পৌঁছে যাওয়ার কারণে খুব সহজে নানান ধরনের ভিডিও আপলোড হয় সোশ্যাল মিডিয়ায়। ঠিক সেই রকমই একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় মূলত যে ধরনের ভিডিওগুলি সবচেয়ে বেশি ভাইরাল হয়ে থাকে সেগুলি হল, পশুপাখিদের নানান আজব কীর্তিকলাপ, খুদেদের নানান আজব কর্মকাণ্ড, খুদে অথবা বড়দের নানান প্রতিভা ইত্যাদি ইত্যাদি। সেইরকমই ভাইরাল হওয়া এই ভিডিওটিও দুটি পশুর কার্যকলাপ। যা রীতিমতো নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।
এমনকি সম্প্রতি এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি বাংলার একটি সিনেমাকে খুব মনে পড়িয়ে দেয়। বাংলা সিনেমাটি হল ধন্যি মেয়ে। যেখানে দেখা গিয়েছিল উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায় ঘুমাচ্ছেন। ঘুমন্ত অবস্থায় ফুটবল খেলার স্বপ্ন দেখতে দেখতে স্ত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে লাথি মারেন। ব্যাস তারপর আর কে দেখে!
ঠিক সেই রকমই এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতেও দুটি প্রাণীর কীর্তিকলাপ হাসিয়েছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি খরগোশ এবং একটি বিড়ালকে। দুজনেই আলাদা আলাদা বিছানায় শুয়ে আছে। কিন্তু এরই মাঝে চতুর বিড়ালের কান্ড হার মানিয়েছে তাবড় তাবড় অভিনেতাদের।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পাশাপাশি হলেও দুটি আলাদা আলাদা বিছানায় ঘুমাচ্ছে একটি বিড়াল এবং একটি খরগোশ। এরইমধ্যে বিড়ালটি ফাজলামি করে খরগোশকে একটি লাথি মারে। লাথি মারার সঙ্গে সঙ্গেই সে এমনভাবে অভিনয় করে যেন সে খুব ঘুমাচ্ছে। লাথি খেয়ে খরগোশটির ঘুম ভেঙে যায়। তবে এসে ঘুম ভেঙে পিছন দিকে তাকালেও বিড়ালের অভিনয়ের কাছে কিছু টের পায় নি কে মারলো লাথি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



