আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভূষিত করা হয়েছে বাংলা অ্যাকাডেমি পুরস্কারে। এই নিয়ে এবার মুখ খুললেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। মমতাকে সাহিত্য পুরস্কার দেওয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে- তা নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বললেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ যদি আজ বেঁচে থাকতেন, তাহলে তিনি নিজের হাতে মমতাকে পুরস্কার তুলে দিতেন।’
পুরস্কার পাওয়ার পর তিনদিন পার হয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা একাডেমি পুরস্কার পাওয়া নিয়ে এখনও আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে। তবে বাংলা একাডেমির সভাপতি, নাট্যব্যক্তিত্ব ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং একাডেমি সদস্য কবি সুবোধ সরকার পুরস্কারের যৌক্তিকতা নিয়ে স্বাভাবিকভাবেই সরব। তাদের সঙ্গে সুর মিলিয়ে বিচারকমণ্ডলী বা জুরিবোর্ড সদস্যদের প্রশংশা করেছেন মমতার অনুরাগী হিসেবে রাজ্যজুড়ে পরিচিত কলকাতার এই বিশিষ্ট চিত্রশিল্পী।
মমতার পদক প্রাপ্তির ঘটনায় চারদিকে ওঠা বিতর্কের মাঝে একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভাপ্রসন্ন বলেছেন, ‘রবীন্দ্রনাথ থাকলে স্বয়ং রবীন্দ্রনাথ এসে মমতাকে সংবর্ধনা দিতেন। রবীন্দ্রনাথ এদের মতো ঈর্ষাকাতর ছিলেন না।’
উল্লেখ্য, গত সোমবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রবর্তিত সাহিত্যে সাহিত্য পুরস্কার পান মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। মমতার এই পদক পাওয়ার পর রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে গত বুধবার কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ একটি খোলা চিঠি দিয়ে মমতার পদকপ্রাপ্তির কড়া সমালোচনা করেছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা ও টিভি নাইন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।