বিনোদন ডেস্ক : জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী অনিমা রায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তিনি মুখোমুখি হয়েছিলেন দেশের একটি গণমাধ্যমের। কথা বলেছেন রবীন্দ্রসংগীত ও সমসাময়িক বিষয় নিয়ে।
অনিমা রায় বলেন, এখন সাহিত্য-সংস্কৃতিতে রবীন্দ্রচর্চা খুব কম হচ্ছে। এটা আমাদের দৈন্যতা। অথচ রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ সবকিছু কত প্রাসঙ্গিক, কত সমসাময়িক। সর্বত্র এর সঠিক চর্চা হলে আমাদের সমাজটাও সুন্দর হতো। কিন্তু দুঃখের বিষয় সেটি হচ্ছে না।
তিনি আরও বলেন, ছেলেমেয়েরা বাবা-মাকে রবীন্দ্রনাথের লেখা পড়তে দেখে না। এছাড়া পরিবারের দায়িত্বশীলরাও ছোটদের রবীন্দ্রনাথের প্রতি আগ্রহী করে তুলছে না। সবাই কেমন যেন উদাসীন হয়ে গেছে।
ওই সাক্ষাৎকারে অনিমা রায় নিজের সবটুকু জুড়ে রবীন্দ্রনাথ, এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আমার অস্তিত্বজুড়ে রবীন্দ্রনাথ। সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়া সবকিছুই রবীন্দ্রনাথকে ঘিরে। সত্যি বলতে জীবনের শেষদিন পর্যন্ত বুকে রবীন্দ্রনাথকে ও রবীন্দ্রসংগীতকে ধারণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।