ছোটবেলায় দেখতে কেমন ছিলেন বাংলার ‘দিদি নম্বর ১’, দেখুন খুদে রচনার সেই ছবি

রচনা বন্দ্যোপাধ্যায়

বিনোদন ডেস্ক : টেলিভিশন কুইন বলা হয় তাকে। দীর্ঘ ১০ বছর ধরে টিভিতে রাজত্ব করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। জি বাংলায় তার শো ‘দিদি নম্বর ওয়ান’ আজ বাংলার নম্বর ওয়ান শো। খেলার ফাঁকে অনেক তারকার ব্যক্তিগত জীবনের গল্প টেনে বের করে এনেছেন রচনা ব্যানার্জী। কে কাকে মন দিয়েছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, সবটাই খুঁচিয়ে বের করেন তিনি।

রচনা বন্দ্যোপাধ্যায়

প্রায় তিন দশক আগে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। খুব কম সময়ের মধ্যেই সাফল্য এসেছে তার ঝুলিতে। তবে অনেকেই হয়তো জানেননা যে নায়িকার আসল নাম ঝুমঝুম ব্যানার্জী। পরবর্তী সময়ে পরিচালক সুখেন দাস তার নতুন নামকরণ করেন। আজকের দিনে সেই নামেই পরিচিতি পান রচনা। আজ তার খ্যাতি গোটা বাংলায়। আজ তো তিনি ছোটপর্দার সেরা সঞ্চালিকাও বটেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রচনার ছোটবেলার ছবি ভাইরাল হয়েছে। আসলে এমনিতেই ভক্তরা তাদের প্রিয় তারকাদের জীবনের সব রহস্যই জানার জন্য মুখিয়ে থাকেন। আর তা যদি হয় শৈশবের নস্টালজিয়া তাহলে তো কোন কথাই নেই। বিশেষ করে রচনা ব্যানার্জীর মত একজন নামী নায়িকা, ৫০ পেরিয়েও যার গ্ল্যামার উপচে পড়ছে তিনি কম বয়সে কেমন দেখতে ছিলেন তা জানার আগ্রহ ভক্তদের হয় বৈ কি।

RACHANA-BANERJEE-CHILDHOOD-PHOTO

খুব কম বয়সেই রচনা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। সেইসময় তার লাবণ্য ছিল নজরকাড়া। কেরিয়ারের শুরুর দিকের চেহারা তো দর্শকরা দেখেইছেন। তবে সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি রচনার আরো কম বয়সের ছবি। ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে মা এবং বাবার সঙ্গে কোন এক স্টুডিওতে ছবিটি তুলেছেন তিনি।

ছোট ছোট করে কাটা চুল, ফ্রক পরে মা বাবার পেছনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দেখতেও লাগছে বেশ মিষ্টি। আসলে ছোট থেকেই বাবা মায়ের বড় আদরের মেয়ে ছিলেন তিনি। তিনিও বড় হয়ে নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছেন। কখনোই বাবা-মায়ের প্রতি কর্তব্য থেকে পিছিয়ে আসেননি।

কত টাকার মালিক শ্রাবন্তী? জানলে চোখ কপালে উঠবে আপনার

তাছাড়া বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জী মেয়েকে বড্ড আগলে আগলে রাখতেন। সারাক্ষণই নিজের মেয়েকে কাছে রাখতেন তিনি। এমনকি মেয়ের কেরিয়ার তৈরি করে দেওয়ার জন্য নিজের চাকরিও ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর রচনার দেখাশোনার জন্য তার সাথে ঊড়িষ্যায় থেকেছেন। আর তাই রচনাও বাবার জীবদ্দশায় সমস্ত দায়িত্ব পালন করে গেছেন তিনি। বাবা মারা যাওয়ার পর এখন তার সমস্ত ধ্যানজ্ঞান তার মা এবং ছেলে।