এই অভিনেতার জন্য নিজেকে সিঙ্গেল ঘোষণা করলেন রচনা

Rachna Banerjee a

বিনোদন ডেস্ক : বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে জনপ্রিয়। তাঁর গেম শো-এর সৌজন্যে, তিনিও বাংলার ‘দিদি’। দর্শকদের মনের খুব কাছের তিনি। বাংলার পাশাপাশি ওড়িয়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়।

Rachna Banerjee a

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে জনপ্রিয়। তাঁর গেম শো-এর সৌজন্যে, তিনিও বাংলার ‘দিদি’। দর্শকদের মনের খুব কাছের তিনি। সেই প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। তবে এবার শেয়ার করলেন, এক অভিনেতার জন্য তিনি সব সময় ‘সিঙ্গল’।

ভাবছেন কে সেই অভিনেতা? তিনি হলেন শাস্বত চট্টোপাধ্যায়। আসলে সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এ হাজির হয়েছিলেন তিনি। ১১ অগাস্ট স্ট্রিমিং শুরু হবে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। যেখানে, অনিমেষ দত্ত চরিত্রে অভিনয় করছেন তিনি। নতুন সিরিজের প্রচারে এই নন- ফিকশন শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেতা।

‘দিদি নম্বর ১’-এ এসে মজা করে শাশ্বত মজা করে বলেন, “কতদিন পর দেখা… আপনি আছেন নাকি একা?” একথা শুনে মজা করে রচনার পাল্টা উত্তর, “আপনার জন্য আমি সব সময় একা…।” এই মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে।

দুর্দান্ত এক্সপ্রেশন দিয়ে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন মুসকান বেবি

প্রসঙ্গত, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই লুকোছাপা করেননি রচনা বন্দোপাধ্যায়। স্বামীর সঙ্গে থাকেন না বহু বছর ঠিকই, কিন্তু বিচ্ছেদও হয়নি তাঁদের। ছেলে প্রনীলকে নিয়ে থাকেন অভিনেত্রী। ছেলেকে কো-পেরেন্টিং করছেন রচনা ও তাঁর স্বামী।