বিনোদন ডেস্ক : কিছুদিন আগে সিঙ্গুরের গরু নিয়ে বলা টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভাইরাল হয়েছিল। এবার সে বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
কিছুদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের গরু প্রসঙ্গে বলেছিলেন, ‘সিঙ্গুর গাছপালায় ভর্তি। সেখানকার জমিগুলো পুরো সবুজ। সেই সবুজ ঘাস খেয়ে ওখানকার গরুগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে। আর ভালো দুধ দিচ্ছে। আর সেই দুধ থেকে ভালো দই তৈরি হচ্ছে।’ তার বক্তব্য নিমেষে ভাইরাল হয়েছিল। অনেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের এ কথাকে ‘গরুর রচনা’ বলেও আখ্যা দেন।
রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে হুগলিতে নির্বাচনী প্রচার করছেন। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। গরম, রোদসহ সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিয়মিত প্রচারে বেরোচ্ছেন। করছেন জনসংযোগ। তাকে এদিন পথে হেঁটে নয়, বরং হুডখোলা জিপে করে প্রচার করতে দেখা যায়। পরনে ছিল সবুজ চুড়িদার।
ওই দিন প্রচারে বেরিয়েই এ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রচনা বলেন, তিনি সেদিন বোঝাতে চেয়েছিলেন যে সিঙ্গুরে প্রবল সবুজায়ন হয়েছে। অভিনেত্রীর কথায়, ‘আমি সবুজায়নের কথা বোঝাতে চেয়েছিলাম। সেটি নিয়েই সবাই এত মিম করল। ভাইরাল হলো।’ এ গরমের হাত থেকে বাঁচতে সবুজায়ন যে একমাত্র পথ সেটিই তিনি বুঝিয়ে দিলেন।
একই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিঙ্গুরের মাটিতে এত সবুজায়ন হয়েছে যে সে জমিতেই গরু ঘাস খাচ্ছে। আর সেই জমির ফসল আমরা খাচ্ছি। এখানকার সবাই সিঙ্গুরের জমির ফসল খান। এটিই বোঝাতে চেয়েছিলাম আমি।’ যতই ট্রোল হোক, যাই হোক অভিনেত্রীর সাফ কথা, যে যাই ভুল বুঝুক না কেন, তিনি যেটা বিশ্বাস করেন সেটাই বলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।