মিঠুন আসতেই মার খেল রচনা ব্যানার্জির অনুষ্ঠান!

বিনোদন ডেস্ক : ফিকশনে চলতি সপ্তাহেও সেরা স্টার জলসার অনুরাগের ছোঁয়া। বিগত কয়েক মাস ধরেই শীর্ষ অবস্থান থেকে নাড়ানো যাচ্ছে না এই ধারাবাহিককে। সূর্য-দীপার মান অভিমান যেন দর্শক মন থেকে বেরই হচ্ছে না। কিছুতেই টক্কর দিতে পারছে না জি বাংলার জগদ্ধাত্রী।

এদিকে নন ফিকশনে কিন্তু শীর্ষে জি বাংলা। ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ওপেনিং-এর টিআরপি ৭.৬ ছাড়িয়ে গেল বরাবর সেরার জায়গা ধরে রাখা দিদি নম্বর ১-কেও। এবার ডান্স বাংলা ডান্সের সবচেয়ে বড় চমক মহাগুরুর আসনে বসে থাকা মিঠুন চক্রবর্তী। বছর কয়েক আগে ডান্স রিয়ালিটি শো’তে ‘ডান্স ডান্স জুনিয়র’-এ মিঠুনের দেখা মিলেছিল ঠিকই, কিন্তু সেটা স্টার জলসায়। এবার চ্যানেল বদলে জি বাংলায় হাজির হলেন মিঠুন। দর্শকরা বরাবরই ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে ফের দেখতে চেয়েছেন মিঠুনকে। দর্শকদের ভালোলাগার কথা মাথায় রেখেই মিঠুনকে ফিরিয়ে আনা। সঙ্গে বিচারকের আসনে তিন সুন্দরী নায়িকা- মৌনি রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

দিদি নম্বর ১-এ রচনা ব্যানার্জি
চলতি সপ্তাহে দিদি নম্বর ১-এর টিআরপি ৬.৪ এসেছে। ২০১০ থেকে একটানা চলছে এই শো। রচনা বন্দ্যোপাধ্যায় তো এখন ‘টেলিভিশনের দিদি’। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের জীবনের নানা ওঠাপড়ার গল্প, রোজনামচা, মজার মজার খেলা দেখতে দর্শকরা রোজ বিকেলে বসে যান টিভির সামনে।

সেদিক থেকে টিআরপি’তে একেবারেই জায়গা করতে পারছে না ‘সুপার সিঙ্গার ৪’। এর আগেই এই স্লটে চলছিল ‘ডান্স ডান্স জুনিয়র’। নাচের এই রিয়েলিটি শো-এর টিআরপি বেশিরভাগ ক্ষেত্রেই থাকত সাড়ে চার থেকে পাঁচের ঘরে। কিন্তু সেই জায়গায় ঠিক জমিয়ে বসতে পারছে না এটি। বিচারকের আসনে রয়েছেন শান, রূপম ইসলাম ও মোনালি ঠাকুর। এবারও সঞ্চালকের ভূমিকা পালন করেছেন যিশু সেনগুপ্ত।

নন ফিকশনের টিআরপি তালিকা-

ডান্স বাংলা ডান্স (৭.৬)

দিদি নম্বর ১ সানডে ধামাকা (৬.৪)

সুপার সিঙ্গার ৪ (৪.০)

ঘরে ঘরে জি বাংলা (১.২)

এই সপ্তাহেও ১.২ টিআরপি নিয়েই খুশি থাকতে হল ঘরে ঘরে জি বাংলাকে। যেখানে সঞ্চালকের ভূমিকায় বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য আর ইন্দ্রাণী হালদারের। রান্নাঘর শেষ করে এই রিয়েলিটি শো শুরু হয়েছে গত বছরের শেষে। তবে টিআরপি’তে সেভাবে কোনো ছাপ ফেলতে পারেনি এখনও।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা