শরীরে পানি ঢেলে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো রচনা তিওয়ারি

রচনা তিওয়ারি

বিনোদন ডেস্ক : নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে রচনা তিওয়ারি কম পরিচিত নন দর্শকদের মধ্যে।

রচনা তিওয়ারি

তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।

2022 Rachna Tiwari Ka Mast Video | Nai Botal | Haryanvi Song 2022 | Latest  Dj Song | Trimurti

‘ত্রিমূর্তি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে রচনা তিওয়ারির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ৪ বছর আগে। এই মুহূর্তে এই ভিডিওটির ভিউজ পৌঁছে গিয়েছে ৬ কোটির কাছাকাছি। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে রচনা তিওয়ারিকে ‘এক নায়ি সি বোতাল লা’এর তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।

ফেসবুকে লুঙ্গি কিনে পেমেন্ট না করায় মামলা, দুই বছরের দণ্ডের সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা

ভিডিওতে রচনা তিওয়ারিকে চকচকে কালো সালোয়ার কামিজে দেখা গিয়েছে। উক্ত গানের সাথে স্টেজের উপর নাচের সময় একের পর এক জলের বোতল থেকে জল নিজের শরীরে ঢালছিলেন তিনি। পাশাপাশি স্টেজের উপর উপস্থিত বাকি দর্শকরা তার নাচ দেখে ক্রমাগত টাকার বৃষ্টি করছিলেন তার উপর। তবে স্টেজের উপর এত ভিড়ের মাঝেও তিনি নাচ থামাননি। তার উদ্দাম নাচ রীতিমতো নজর টানছিল দর্শকদের। সম্প্রতি তার এই ৪ বছর আগেকার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে, যার সূত্র ধরেই আপাতত চর্চায় রচনা তিওয়ারি।