বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুলাল দে’র পরিচালনায় গতকাল শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। সিনেমায় মফস্বলের একটি হাসপাতালের নার্সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাম দেবজানী।
সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, ‘পরিচালক দুলাল দে আমার সঙ্গে যোগাযোগ করেন। সিনেমার গল্প ও আমার চরিত্র কেমন- তা শোনান। সিনেমার ভাবনাটাও বুঝিয়ে বলেন। গল্প-চরিত্র ভালো লেগে, এরপর রাজি হই।’
গল্প প্রসঙ্গে বাংলাদেশের এই অভিনেত্রী বলেন, ‘হাসপাতালে একটি খুন হয়। তারপরই এগিয়ে যায় ঘটনা। সত্যি কথা বলতে, গোয়েন্দা গল্প নিয়ে এর বেশি বলা যাবে না, বলতে চাইও না। আমি চাই দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখুক।’
কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রাপ্তি কতটুকু জানতে চাইলে তিনি বলেন, ‘কলকাতায় মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে অনেক ভালো সাড়া পেয়েছি। ভালো প্রশংসাও পেয়েছি। এখানে আমার “মায়া” সিনেমাটি বেশ ভালো চলেছে। “অভাগী”ও পুরস্কার জিতেছে। “নীতিশাস্ত্র”ও বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে। এই ইন্ডাস্ট্রিতে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি।’
কলকাতায় মুক্তি অপেক্ষায় আছে মিথিলার ‘মেঘলা’ নামের আরও একটি সিনেমা। এতে তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়। মিথিলা বলেন, ‘আমি সব সময় দর্শকদের ভিন্ন কাজ উপহার দিতে চাই। আর সে কারণে আমার কাজের সংখ্যাও অনেক কম।’
মোবাইল অপারেটরগুলোর ব্যবসায় ধস, ইন্টারনেট প্যাকেজ নিয়ে বড় সুখবর
কলকাতায় এ পর্যন্ত মোট পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। তবে স্বামী সৃজিতের ‘(সৃজিত মুখার্জি) কোনো সিনেমায় কেন অভিনয় করেননি জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রফেশনালি কাজ করি। ওভাবে কখনো ভাবিনি। প্রফেশনাল দিক থেকে পরিচালক সিদ্ধান্ত নেয়, তার সিনেমায় কাকে নেবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।