রাগের মাথায় সব বলেছি, ছেলেকে জানালেন মৌসুমী

মৌসুমি

বিনোদন ডেস্ক : জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর আনা সব অভিযোগ অস্বীকার করে অডিও বার্তা দিয়েছেন চিত্রনায়কা মৌসুমী। সোমবার সংবাদমাধ্যমে পাঠানো ওই অডিও বার্তায় মৌসুমী বলেন, ‘জায়েদ অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’

মৌসুমি

স্বামীর বিপরীতে গিয়ে মৌসুমীর এই অডিও বার্তা নিয়ে হইচই পড়ে যায়। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমকালকে ওমর সানী বলেন, ‘সে কেন বা কী কারণে স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে-ই ভালো বলতে পারবে। সে আমার সন্তানের মা, তার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে, আমার ছেলে তা দেখাবে আপনাদের।’

পরে ওমর সানী-মৌসুমী দম্পতির পুত্র ফারদিনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জায়েদ খান তো শুধু আমার আম্মু না, কম-বেশি সবাইকে ডিস্টার্ব করেন। তিনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন।’

অডিও বার্তা প্রসঙ্গে মায়ের কাছে জানতে চেয়েছিলেন ফারদিন। মা কী বলেছেন সে প্রশ্ন করলে উত্তরে ফারদিন বলেন, ‘মা বলেছেন, দেখ বাবা আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।’

বাবা-মার সম্পর্ক প্রসঙ্গে এ তারকাপুত্র বলেন, ‘সব ঠিক আছে। আমি আব্বুকেও পাচ্ছি, আম্মুকেও পাচ্ছি। স্বামী-স্ত্রীর মধ্যে অনেক বিষয় নিয়েই মনোমালিন্য হয়। আমি বিয়ে করেছি, আমাদেরও হয়। এটা তো স্বাভাবিক। আব্বু-আম্মু দুজনই চাচ্ছেন বিষয়টা যেন দ্রুত সমাধান হয়ে যায়।’

সংবাদমাধ্যমের ওপর ক্ষেপলেন আনুশকা

ঘটনার সূত্রপাত গত ১০ জুন। ডিপজলের ছেলের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে জায়েদ খানকে পেয়ে চড় মেরে বসেন ওমর সানী এবং সে সময় পিস্তল বের করে সানীকে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। তবে পুরো ঘটনাটি মিথ্যে বলে দাবি করেছেন জায়েদ খান। ওমর সানী অবশ্য বলছেন ঘটনা সত্য।