বিনোদন ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য তহবিল সংগ্রহে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে। ইতোমধ্যে জানা গেছে, এই কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
এবার জানা গেল, ইকোস অব রেভল্যুশন কনসার্টে উপস্থাপনা করবেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় লাইমলাইটে আসা এই উপস্থাপিকাও রাহাত ফতেহ আলীর মতোই কোনো পারিশ্রমিক ছাড়াই কনসার্টে উপস্থাপনা করবেন।
‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপস্থাপনার বিষয়ে দীপ্তি বলেছেন, এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এই আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। এতে করে কাজটির মাধ্যমে এই মহতী উদ্যোগের অংশীদার হতে পারব বলে মনে করি।
এর আগে একাধিক কনফারেন্স কিংবা শো-এর উপস্থাপনা করলেও এবারই প্রথম আন্তর্জাতিক মানের কনসার্টে উপস্থাপনা করতে যাচ্ছেন দীপ্তি।
আয়োজকদের সূত্রে জানা গেছে, রাহাত ছাড়াও কনসার্টে পারফর্ম করবে দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড। এর মধ্যে রয়েছে-আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এছাড়া জনপ্রিয় দুই র্যাপার সেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।
আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র-জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।
দুর্ধর্ষ এই ক্যামেরা দিয়ে তুলতে পারবেন চাঁদেরও ছবি, বাজার কাঁপাচ্ছে এই স্মার্টফোন
আগামীকাল ২১ ডিসেম্বর (শনিবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ইকোস অব রেভল্যুশন’ নামের এই কনসার্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।