বিনোদন ডেস্ক : জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের আয়োজনে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে পারফর্ম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের বিশ্বখ্যাত শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
এই কনসার্ট উপলক্ষে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত টোল ছাড়া এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেদিন বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ব্যতীত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।
এরই মধ্যে কনসার্টের টিকেট বিক্রি চলছে। তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে। ‘ভিআইপি’-টিকিটের মূল্য ১০ হাজার টাকা; ‘ফ্রন্ট রো’-৪ হাজার ৫০০ টাকা এবং ‘জেনারেল’-২ হাজার ৫০০ টাকা৷
আয়োজকরা জানিয়েছেন, এই কনসার্ট থেকে আয়ের সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।
ইকোস অব রেভ্যুলিউশন কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান। এদিন আরও পারফর্ম করবেন ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান ও সিলসিলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।