বিনোদন ডেস্ক : রাহাত ফতেহ আলি খান পাকিস্তানের জনপ্রিয় গায়ক। তিনি দুবাইয়ে গ্রেফতার হয়েছেন— এমন গুজব ছড়িয়েছে। জিও নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
রাহাত সোমবার জানান, দুবাইয়ে গ্রেফতার হওয়ার সেই খবর সঠিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ভিডিওতে এ কথা জানান।
রাহাত ফতেহ আলি খান এ ভিডিওতে বলেন, ‘আমি রাহাত ফতেহ আলি খান, আপনাদের রাহাত ফতেহ আলি খান। আমি এখানে (দুবাইয়ে) গান রেকর্ডের জন্য এসেছি। সব কিছু ঠিক আছে। আমি সবাইকে অনুরোধ করছি— এই বাজে গুজবে কান না দেওয়ার জন্য। আমাকে নিয়ে প্রকাশিত এ সংবাদগুলো সত্য নয়।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমার শক্তি। আমার শ্রোতা ও ভক্তরা আমার শক্তি। ঈশ্বরের পর, আমার ভক্তরাই আমার শক্তি।’
এ ভিডিও প্রকাশ করে তার টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ‘রাহাত ফতেহ আলি খানকে গ্রেফতারবিষয়ক সব সংবাদ ভুয়া এবং ভিত্তিহীন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।