বিনোদন ডেস্ক : ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে গিয়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে কটাক্ষ করেছেন। এতদিন এ বিষয়ে চুপ থাকলেও সম্প্রতি রাহুলের সে মন্তব্যের জবাব দিয়েছেন অমিতাভ।
ঘটনার শুরু চারদিন আগে। গত ১৮ ফেব্রুয়ারি এলাহাবাদের একটি জনসভায় রাহুল রামমন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কটাক্ষ করেন। বলেন, দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেককেই বাদ দিয়ে রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূজায় আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায়কে।
রাহুলের এমন মন্তব্যে সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান গায়িকা সোনা মহাপাত্র। টু্ইটারে তিনি লেখেন, অনেক রাজনীতিবিদ এখন তাদের মন্তব্যে নারীদের অবমাননা করেন। এর মাধ্যমে তারা কি নিজেদের পৌরুষ প্রমাণ করতে চান? আমার প্রশ্ন, অতীতে কোনো রাজনীতিবিদের মা-বোনকে নিয়ে কেউ কি এমন অবজ্ঞা করেছেন?
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, এবার রাহুলের ওই মন্তব্যে সরাসরি রাহুলের নাম না নিয়ে তাকে উদ্দেশ করেই অমিতাভ বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি) তার টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, এখন শুধু পরিশ্রম করার সময়। শারীরিকভাবে তৎপর থাকা এবং মানসিকভাবে নম্র থাকা….সবকিছুর জন্য শুধু অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূজার অনুষ্ঠানে ঐশ্বরিয়া ছিলেন না। তারপরও তাকে নিয়ে মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের ওই মন্তব্যে এখনও নীরব রয়েছেন ঐশ্বরিয়া রায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।