বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন এবং রোমান্টিক অনুভূতি নিয়ে অকপটে কথা বলেন। চা ও চুমুর তুলনামূলক বিশ্লেষণ থেকে শুরু করে কিছু ব্যক্তিগত পছন্দের কথা জানিয়ে অভিনেতা বলেন, “বড় হয়ে গিয়েছি। চুমু এখন আর আগের মতো আমায় টানে না। তেমন রোমান্টিক মানুষজনও পাই না।”
অভিনয়ের দীর্ঘ যাত্রায় নানা অভিজ্ঞতার কথা জানিয়ে রাহুল বলেন, “১৯ বছর বয়স থেকে ছোট পর্দায়, তারপর বড় পর্দা, সিরিজ, যাত্রা— বিনোদনের ছায়াজগতে আমার প্রেম, চুমু— সবটাই ছিল অভিনেত্রীদের সঙ্গে। বাস্তব জীবনে বেরোতে পারিনি।”
চা এবং চুমুর প্রতি তার অতীতের দুর্বলতার কথা উল্লেখ করে রাহুল জানান, “দিন এগিয়েছে। চায়ের নেশা বেড়েছে। চুমুর নেশাও! তবে এখন পরিণত হয়েছি। দার্জিলিং থেকে মকাইবাড়ি চা যেমন অনায়াসে বুঝি, তেমনই চুমুর আগে মুখে চিউইং গাম রাখার শৌখিনতাও এসেছে।”
সবশেষে, নিজের গোপন ইচ্ছার কথাও ফাঁস করেন অভিনেতা। তিনি বলেন, “এখনও একজনকে চুমু খাওয়ার প্রবল বাসনা মাঝেমধ্যেই মাথা তোলে। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। ওঁকে আমার খুব ভাল লাগে। স্বস্তিকাকে সাপ্টে চুমু খাব হয়তো একদিন। আর সোহিনী সরকার? বন্ধু। বন্ধুকে তো আদর করে চুমু খাওয়াই যায় না?”
রাহুলের এই খোলামেলা স্বীকারোক্তি ইতিমধ্যেই নেটমাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ বলছেন “সৎ প্রকাশ”, কেউবা বলছেন “বিতর্কিত মন্তব্য”। তবে একথা নিশ্চিত, এই মন্তব্য রাহুলকে আবারও খবরের শিরোনামে এনে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।