বিনোদন ডেস্ক : গত ১ মে ভারতে মুক্তি পায় অজয় দেবগন অভিনীত বলিউড সিনেমা ‘রেইড টু’। রাজ কুমার গুপ্তা পরিচালিত এই ক্রাইম থ্রিলার ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অজয়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইড’ সিনেমাটির সিক্যুয়েল এটি। আয়কর বিভাগের দুর্নীতিবিরোধী অভিযানের ওপর ভিত্তি করে তৈরি এই ছবির গল্প দর্শকদের মন কেড়েছে, এবং সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে।
মুক্তির ২২ দিন পার করেছে সিনেমাটি। এই সময়ের মধ্যে সিনেমাটি বক্স অফিসে আয় করেছে মোট ১৫৬.৮৫ কোটি রুপি। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ ২২তম দিনে ছবির আয় ছিল ১.৭৫ কোটি রুপি। যদিও সিনেমাটি ১৬০ কোটির লক্ষ্যে এগোচ্ছে, ১৫০ কোটির গণ্ডি পার হওয়ার পর থেকে দৈনিক আয় ধীরে ধীরে কমে আসছে।
প্রথম সপ্তাহেই সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করেছে। প্রথম চার দিনে ‘রেইড টু’ আয় করে ৭০ কোটির বেশি। এর মধ্যে রোববারে সর্বোচ্চ আয় ছিল ২২ কোটিরও বেশি। সপ্তাহ শেষে মোট আয় দাঁড়ায় ৯৫.৭৫ কোটি রুপি। তবে তৃতীয় সপ্তাহে প্রবেশের পর থেকে সিনেমার আয় হ্রাস পেতে শুরু করে। ১৬ থেকে ২২ মে পর্যন্ত দৈনিক আয় কমে ১.৭৫ কোটি রুপিতে পৌঁছেছে।
এই মুহূর্তে ‘রেইড টু’, অজয় দেবগনের আগের দুই হিট সিনেমা—‘সিংহাম রিটার্নস’ ও ‘শয়তান’-এর বক্স অফিস রেকর্ড ভেঙে ফেলেছে। এখন সকলের নজর রয়েছে সিনেমাটি ১৬০ কোটির মাইলফলক ছুঁতে পারে কি না, সেদিকে। তবে আয় যেভাবে কমছে, তাতে করে আগামী ক’দিনের বক্স অফিস পারফরম্যান্সই ঠিক করে দেবে সিনেমাটি শেষ পর্যন্ত কতদূর যেতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।