বিনোদন ডেস্ক : অজয় দেবগন ও রিতেশ দেশমুখ অভিনীত ‘রেইড ২’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির চতুর্থ দিন রবিবার ছবিটি ২২.৫২ কোটি টাকার বিশাল আয় করেছে, যা আগের দিনের তুলনায় ২১% বেশি।
প্রথম দিনে (বৃহস্পতিবার) সিনেমাটি ১৯.৭১ কোটি টাকা আয় করে। এরপর দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ১৩.০৫ কোটিতে এবং তৃতীয় দিনে ১৮.৫৫ কোটিতে পৌঁছায়। তবে রবিবার (৪ মে) ছুটির কারণে সিনেমাটি সর্বোচ্চ আয়ে পৌঁছায়।
‘রেইড ২’-এর মোট বাজেট ছিল প্রায় ১২০ কোটি টাকা। কিন্তু মাত্র চার দিনেই সিনেমাটি ৭৩.৮৩ কোটি টাকার (নেট) আয় করেছে। এর ফলে এটি উদ্বোধনী সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা তৃতীয় হিন্দি ছবির স্থান দখল করেছে। এর আগে প্রথম সপ্তাহে ‘ছাভা’ ১২১.৪৩ কোটি এবং ‘সিকান্দার’ ৮৬.৪৪ কোটি টাকা আয় করেছিল।
তেমন কোনো জোরালো প্রচারণা না থাকলেও, ‘রেইড ২’-এর বিষয়বস্তু দর্শকদের আকর্ষণ করেছে বলেই ছবিটি এত ভালো সাড়া পেয়েছে—মতামত দিয়েছেন সিনেবিশ্লেষকরা। তাদের মতে, আবারো প্রমাণ হলো “বিষয়বস্তুই রাজা”।
‘রেইড ২’ হলো ২০১৮ সালের সফল সিনেমা ‘রেইড’-এর সিকুয়েল। এখানে অজয় দেবগন আবার ইনকাম ট্যাক্স অফিসার আমায় পটনায়েকের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে এক উচ্চপর্যায়ের ইনকাম ট্যাক্স রেইড দেখানো হয়েছে—যা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত হয়।
প্রথম ছবির মতোই এই পর্বটিও পরিচালনা করেছেন রাজকুমার গুপ্তা। তবে এবার গল্প আরও বিস্তৃত পরিসরে ছড়িয়েছে—একটি বাড়ি বা ব্যবসা নয়, বরং একটি সম্পূর্ণ রাজনৈতিক সিন্ডিকেট ও দুর্নীতির জালকে ঘিরে। অজয় দেবগনের সঙ্গে সমান তালে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।