Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে একটি অবৈধ জুস ও আচারের কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া এলাকায় হাবিব ফুড এন্ড বাদার্স নামের একটি কারখানায় এই অভিযান চালানো হয়।
জানা যায়, কারখানাটি অনুমোদন ছাড়াই জুস তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ২৫ বস্তা জুস জব্দ করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়। এছাড়া, অবৈধ জুস কারখানার মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।