সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুরে মিষ্টির পঁচা গাদ, আটা, চিনি ও ক্ষতির কেমিক্যাল দিয়ে মুখরোচক শিশু খাদ্য ‘সন্দেশ’ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে কারাখানার মালিক-শ্রমিকরা পালিয়ে যায়। এ সময় নষ্ট করা হয় সন্দেশ তৈরীর চুলাগুলো।
সোমবার সকাল ১১টায় উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ী গ্রামে সন্দেশ তৈরীর কারখানায় পরিচালিত অভিযানের নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম জানান, অভিযান পরিচালনাকালে কারখানাগুলোতে নষ্ট শিরা ব্যবহার করে সন্দেশ তৈরীরত অবস্থায় পাওয়া যায়নি। তবে তিনটি বাড়িতে সন্দেশ তৈরীর চুলা থাকায় সেগুলো নষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা হচ্ছে দেখে সন্দেশ কারখানা অবস্থিত বাড়িগুলোর সকল সদস্য পালিয়ে যায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) জনপ্রিয় অনলাইন গণমাধ্যম জুমবাংলায় ‘দৌলতপুরে বন্ধ হয়নি পঁচা গাদের সন্দেশ তৈরি, ঘিওরে আরও এক কারখানার সন্ধান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর জুমবাংলার নিউজটিকে গুরুত্ব দিয়ে অভিযান চালায় দৌলতপুর উপজেলা প্রশাসন। অপরদিকে, ঘিওর উপজেলায় আরো এক কারখানার সন্ধান পাওয়া গেলেও সেটির বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি ঘিওর উপজেলা প্রশাসনকে। এর আগে, বিষয়টি ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।