জুমবাংলা ডেস্ক : সাময়িক সময়ের জন্য সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। হবিগঞ্জ, ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালের পর থেকে সিলেট স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতি. মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি বিবেচনা করে সাময়িক সময়ের জন্য চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যদিও সকালের পর থেকে স্ট্রেশন থেকে ট্রেন ছেড়ে গিয়েছিলো, সেগুলো বন্যার কারণে গন্তব্যে যেতে পারেনি। বর্তমানে সেসব ট্রেন নিরাপদে রয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে রেল সেতুর সমান পানি হওয়ার কারণে ট্রেন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া ফেনীতে রেললাইন পানিতে নিমজ্জিত হয়ে গেছে। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কয়েকটি জায়গায় রেললাইন উপড়ে যাওয়ারও খবর পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।