আন্তর্জাতিক ডেস্ক : ট্রেন ভারতের সবথেকে জনপ্রিয় পরিবহন মাধ্যম যা একদিকে যেমন নিরাপদ তেমনই কিন্তু সাশ্রয়ী। ভারতের বহু মানুষ ট্রেনে করেই যাতায়াত করেন। কিন্তু, ট্রেনের স্টেশনের বাংলা নাম কী, এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই জানা নেই।
ট্রেনের স্টেশনের বাংলা নামটি কিন্তু বেশ মজার। তবে, এই নামটি এতটাই দীর্ঘ এবং কঠিন যে এটি সাধারণত প্রচলিত হয় না। অনেকেই একে ট্রেন স্টেশন বলেই জেনে থাকেন। কিন্তু, এর কিন্তু একটা বাংলা অর্থ রয়েছে। চলুন তাহলে সেটাই আজকে জেনে নেওয়া যাক।
ট্রেনের স্টেশনের বাংলা অর্থ
ট্রেন বা রেলের সঠিক বাংলা অর্থ হল “লৌহপথগামী”। অর্থাৎ সহজ বাংলায়, লোহার পথে চলাচলকারী যান। আর ট্রেনের স্টেশনের অর্থ অনেকটা এরকমই বলা যেতে পারে। ট্রেনের স্টেশনের বাংলা অর্থও এই শব্দ থেকেই এসেছে। ট্রেনের স্টেশনকে বাংলায় “লৌহপথগামী বিশ্রামস্থল” বা “লৌহপথগামী যাত্রাবিরতিস্থল” বলা হয়।
ট্রেনের স্টেশনের প্রচলিত নাম
ট্রেনের স্টেশনের বাংলা নামটি এতটাই দীর্ঘ এবং কঠিন যে এটি উচ্চারণ করা একেবারেই সহজ কাজ নয়। সাধারণ মানুষ এটা বলতে একেবারেই স্বচ্ছন্দ নন। তাই, সাধারণত এটিকে ইংরেজিতে “ট্রেন স্টেশন” বলেই ডাকা হয়। তবে, স্থানীয় ভাষায় একে “ট্রেনঘাট” বা “ট্রেনস্ট্যান্ড”ও বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।