বিনোদন ডেস্ক : রাইমা সেনের সৌন্দর্যের প্রশংসা যতই করি, ততই কম পড়বে। অসাধারণ তিনি। কালো ব্রালেট ও প্যান্টে তিনি ছবি শেয়ার করেছিলেন নেটমাধ্যমে। সেই ছবি দেখে প্রেমে পড়ছেন অনুরাগীরা।
রাইমা সেনের চোখের নেশায় হারিয়েছেন অনেকেই! তাঁর চোখের দিকে তাকালেই যে মন হারাবেই হারাবে। তাঁর সৌন্দর্যের আগুনে পুড়ে ছাই হয় একাধিক অনুরাগীর হৃদয়। এতটাই সুন্দর তিনি। বয়স ৪০ পেরোলেও তাঁর সৌন্দর্য একাংশও কম হয়নি। বরং আশালতার সাজে রাইমাকে ঠিক যতটাই সুন্দর লাগছিল, আজও বড়পর্দার ‘আশালতা’ ঠিক ততটাই সুন্দর। এমনকী তাঁর মুখের আদলে অনেকেই খুঁজে পান তাঁর দিদিমার ছোঁয়া। মহানায়িকা সুচিত্রা সেনের ছাপ দেখা যায় তাঁর মধ্য়েও!
যাই হোক, রাইমার চোখের দিকে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না। কারণ, আমরা কথা বলব তাঁর স্টাইলিং নিয়ে। রাইমার অসাধারণ স্টাইলিং ও ফ্যাশন সেন্সের জন্য তাঁর টলিপাড়ায় নামডাক আছে। কখনও শাড়ি তো কখনও বোল্ড ড্রেস, সবেতেই কামাল করেছেন অভিনেত্রী। একবার সামান্য কালো কো-অর্ড ড্রেসেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন রাইমা সেন। আমরা সেই লুক নিয়েই আজ আলোচনা করব।
আপনি যদি রাইমার ইনস্টাগ্রাম টাইমলাইনে একবার ঘুরে আসেন, তাহলে আপনার নজরে আসবে মনোক্রম্যাটিক ফ্যাশনের প্রতি রাইমার ভালোবাসা। এখন আপনার মনে হতেই পারে মনোক্রম কী? ছবির ভাষাতে, সাদা-কালো টোনকে মনোক্রম বলা হচ্ছে।
কিন্তু ফ্যাশন দুনিয়ায় মনোক্রম ঠিক কী? যখন মাথা থেকে পা পর্যন্ত একই রঙের পোশাকে নিজেকে সাজিয়ে নেওয়া হয়, পোশাকের কালার টোন যদি একটাই থাকে, তাহলে তাকে মনোক্রম্যাটিক আউটফিট বলা যেতে পারে। আপনি এই ক্ষেত্রে টু-পার্টও পরতে পারেন। আবার ওয়ান পিসেও ধরতে পারেন মনোক্রম টোনকে। রাইমা সেনের অনেক ছবিতেই এই মনোক্রমের টাচ পাওয়া যায়। এই ক্ষেত্রেও তার অন্যথা হল না।
রাইমা একটি কালো রঙের ব্রালেট পরেছেন। সঙ্গে একটি কালো প্যান্ট পরেছেন। তার এই মনোক্রম স্টাইলিং কো-অর্ড সেটে খুব ভালোই প্রকাশ পেয়েছে। কালো ব্রালেটে অসাধারণ দেখতে লাগছে রাইমা সেনকে। আর তিনি নিজেও দারুণ ক্যারি করেছেন এই ড্রেসটি।
ব্রালেট এখন বলিউড-টলিউড অভিনেত্রীদের মধ্য়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু আজ থেকে প্রায় ৩ বছর আগেই ব্রালেটে অনুরাগীদের বুকে ঝড় তুলেছিলেন রাইমা। তাই তিনি যে টলিপাড়ার অন্যতম ফ্যাশনিস্তা, তা বলার আর অপেক্ষা থাকে না। সময়ের থেকে এগিয়ে আছেন তিনি।
যাই হোক, ব্রালেটটি কালো রঙের। খুব সুন্দরভাবে বর্ণনা করেছে তাঁর ফিগারকে। ব্রালেটের গভীর নেকলাইন এই আউটফিটের অন্যতম আকর্ষণ। গভীর ভি নেকলাইনে রাইমার সৌন্দর্য উপচে পড়ছে। তাঁর টোনড মিডরিফ প্রকাশ পেয়েছে এই ড্রেসে। ব্রালেটটি খুব সুন্দরভাবে ক্যারি করেছেন অভিনেত্রী। এত সুন্দর ভাবে প্রত্যেকটি পোজ দিয়েছেন যে, অনুরাগীদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট!
এই ব্রালেটের সঙ্গে তিনি একটি স্ট্রেট প্যান্ট দিয়ে স্টাইলিং করেছেন। স্কিন ফিট এই প্যান্টটি দারুণ কমপ্লিমেন্ট দিচ্ছে তাঁর এই লুককে। শুধুমাত্র ক্যাজুয়াল আউটফিটেও যে কীভাবে নিজের সৌন্দর্য ফ্লন্ট করা যায়, তা সত্যিই শেখার আছে অভিনেত্রীর থেকে। কালো ট্রাউজারে তাঁর টোনড পা ভালোই হাইলাইট হয়েছে। যাই হোক, এই সম্পূর্ণ কো-অর্ড সেটের মনোটোনকে ভেঙেছে রাইমার এই ট্রান্সপারেন্ট জ্যাকেটটি।
ট্রান্সপারেন্ট জ্যাকেটে দুর্দান্ত দেখাচ্ছে অভিনেত্রীকে। নীলের এই বিশেষ শেড রয়্যাল ব্লু জ্যাকেটটি কালোর মনোটোনকে ভাঙছে। এই জ্যাকেটটিতে রয়েছে সুন্দর কারুকার্য। এমব্রয়ডারি ও চুমকির কাজ করা রয়েছে সম্পূর্ণ জ্যাকেটেই। এই শর্ট জ্যাকেটের হাফ স্লিভও দেখতে সুন্দর। সব মিলিয়ে সম্পূর্ণ করেছে রাইমার এই লুক।
চুল খোলা রাখতেই পছন্দ করেছেন অভিনেত্রী। আর এই লুকের সঙ্গে খোলা চুলেই ভালো লাগছে তাঁকে। অ্য়াকসেসরিজ মিনিমাল রেখেছেন তিনি। জুয়েলারি পরনেনি সেভাবে। শুধু তাঁর হাতে একটি আংটি দেখা যাচ্ছে। কিন্তু ক্যাজুয়াল লুককে শুধুমাত্র একটি জ্যাকেটের সাহায্যেই অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন তিনি।
রাইমার গ্ল্যাম লুক ভালো মানিয়েছে। তাঁর সুন্দর আই মেকআপ কমপ্লিমেন্ট দিয়েছে তাঁর চোখকে। ঠোঁটে রয়েছে ন্যুড শেড। হাইলাইটারের ছোঁয়া ও গালে ব্লাশ টাচে সম্পূর্ণ তাঁর মেকআপ।
আপনি এখন বুঝতে পারছেন তো, আমরা কেন বলেছিলাম রাইমার মনোক্রম হয়তো প্রিয়? কারণ বারবার মনোক্রম্যাটিক আউটফিটে তাঁকে স্টাইলিং করতে দেখা গিয়েছে। রাইমার এই কালো কো-অর্ড সেটে রয়েছে টু-পার্ট। একটি ব্লেজার ও একটি ফ্লেয়ারড প্যান্ট পরেছেন তিনি। ব্লেজার বেশ সুন্দর। ফুল স্লিভ এই টপের স্লিভে রয়েছে রাফল ডিটেলিং। এই টপটির নেকলাইনও ভীষণ আকর্ষণীয়। ডিপ প্লাঙ্গ নেকলাইনে রাইমার গলার অংশ খুব ভালো হাইলাইট হয়েছে।
এর ড্রামাটিক স্লিভ দেখে আমরা তো মুগ্ধ, চোখ ফেরাতে পারছি না। আপনার অবস্থাও কি এক? নিজের সৌন্দর্য ফ্লন্ট করার এক শতাংশও সুযোগ ছাড়েননি তিনি। বরং, পোজ দিয়েছেন খুব সুন্দর। দেখে প্রশংসা করতেই হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।