জুমবাংলা ডেস্ক : জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) তিন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেলসহ বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত ‘গ্লোবাল প্রডিউসিং সেন্টার’ থেকে পাওয়া এনডাব্লিউপি বিশ্লেষণপূর্বক জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পূর্বাভাস দেয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এসময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে ২ থেকে ৪ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়াও এই সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।
আগামী তিন মাসে দেশে ১০ থেকে ১২ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। একই সাথে এ সময়ে দেশে ৩ থেকে ৫ টি বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে আবহাওয়াবিদ একে এম নাজমুল হক জানান, আমরা প্রতি মাসেই ১ মাস এবং ৩ মাসব্যাপী পূর্বাভাস দিয়ে থাকি। বিভিন্ন তথ্যের ওপরে ভিত্তি করেই এটা দেয়া হয়ে থাকে। এটা একটি প্রাথমিক ধারণা। আবহাওয়ার পরিস্থিতির কারণে এটি পরিবর্তন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।