দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে প্রতিদিনই কমছে তাপমাত্রা। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, আসন্ন এই শৈত্যপ্রবাহের প্রভাবে শীত আরও তীব্র হতে পারে আগামী কয়েক দিনে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে চারপাশ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এতে শীতের অনুভূতি আরও তীব্র হবে। নতুন করে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে অনুভূত তাপমাত্রা প্রকৃত তাপমাত্রার চেয়ে কম মনে হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। সোমবার (২৯ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের এই প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ভোররাত ও সকালে কুয়াশার ঘনত্ব বাড়তে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


