বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

জুমবাংলা ডেস্ক: গত কয়েকদিনের তুলনায় এবার দেশের তাপমাত্রা কমছে। একই সঙ্গে বাড়ছে দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। সব বিভাগেই অল্প অল্প করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে গরমের প্রভাব আরো কমবে।

জানা গেছে, আজ সন্দীপ, সীতাকুণ্ড, রাঙামাটিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোপরি রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা, ফরিদপুরেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে কালবৈশাখীর মৌসুম চলছে। এ সময়ে বৃষ্টি হলেই ঝড়ের আশঙ্কা থাকে। সারাদেশে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঝড়ের শঙ্কাও রয়েছে। মূলত ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির কথা বলা হয়েছে।

সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকায় ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের দিন বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কম বৃষ্টি হতে পারে। আগামী ৪ মে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে।

ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া অন্যকিছু নয়, তল্লাশি হবে প্রত্যেকের