রাজধানী ঢাকায় শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। শুধু রাজধানী নয়, দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু আরও বেশি সক্রিয় হওয়ায় বৃষ্টি সারা দিনই থাকতে পারে।
দেশের বিভিন্ন জায়গায় আগামী চারদিন এই বৃষ্টি ঝরবে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টির প্রবণতা বেড়েছে। এই বৃষ্টি আজ মোটামুটি সারা দিনই থাকতে পারে। রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি থাকতে পারে। দুপুরের পর থেকে একটু কমে আসতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৮৯ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ২ মিলিমিটার। রাজধানীতে ছয়টার পর থেকে বৃষ্টি বেশি হয়েছে।
শুক্রবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো স্থানে ভারি বৃষ্টি হতে পারে।
কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তা ভারি বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।
তরিফুল নেওয়াজ বলেন, শনিবার (৯ আগস্ট) থেকে বৃষ্টি একটু কমে আসতে পারে। তবে বৃষ্টি বাড়তে পারে উত্তরাঞ্চলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।