জুমবাংলা ডেস্ক : শীতের আমেজ শেষ হতে না হতেই দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৫ ডিগ্রিতে। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়ে আবহাওয়া সংস্থাটি। তবে এর আগে দু’দিন ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, শুক্র ও শনিবার (১৪-১৫ মার্চ) সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী রোববার (১৬ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এরমধ্যে শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। পরদিন শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১২ মার্চ) যশোর ও পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।