আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টিপাত। রমজান মাসের বিকেলে সেই বৃষ্টি আছড়ে পড়ে মক্কার পবিত্র কাবা শরীফে। এ সময় সেখানে থাকা মুসল্লিরা বৃষ্টিতে ভিজেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ তাদের ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করে।
সেখানে দেখা যাচ্ছে, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। ওই সময়ও হাজার হাজার মানুষ কাবার কাছে অবস্থান করছিলেন। অনেকে কাব প্রদক্ষিণে ব্যস্ত ছিলেন।
পবিত্র রমজান মাসে বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি মানুষ ওমরাহ করতে কাবায় যান। এই সময়ের ভিড় নিয়ন্ত্রণে আগে থেকেই বিভিন্ন প্রস্তুতি নিয়ে রাখে কর্তৃপক্ষ।
এছাড়া সেখানকার মুসল্লিদের জন্য করা হয় ইফতারের ব্যবস্থা। প্যাকেটে করে সেসব ইফতার সাধারণ মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।