মায়ের হাত নেই, পা দিয়েই সন্তান লালন-পালনের মনকাড়া ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : সন্তান মানুষ করতে কী-ই না করেন মা। নিজের জীবন দিতেও ভাবেন না একবারও। এমনই এক লড়াকু মায়ের ভিডিও ভাইরাল হলো বিশ্ব মা দিবসে।

রোববার ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জন্মগতভাবে হাত নেই, এমন এক মায়ের ছবি। যিনি পা দিয়েই জামা পরাচ্ছেন সন্তানকে। মায়ের চেয়ে ব়ড় যোদ্ধা আর কই!

গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই মা বেলজিয়ামের শিল্পী সারাহ তালবি, যিনি কিনা পা দিয়েই ছোট্ট সন্তানের জামা খুলে দেন। তার পর অন্য একটি জামা আবার একইভাবে পরিয়েও দেন। জন্ম থেকেই হাত নেই তালবির।

এই ভিডিওটি তালবি দিয়েছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। মা দিবসে সেই ভিডিওরই একটি সংক্ষিপ্ত রূপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

ভিডিওটি দেখুন

সূত্র : আনন্দবাজার

ছেলের জন্য বাড়ির চৌকিদারের কাছে ক্ষমা চাইতে হয়েছিল মুকেশ আম্বানিকে