বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরিমনির বাসা ছেড়ে বেরিয়ে গেছেন স্বামী শরিফুল রাজ। জানিয়ে গেছেন, তিনি আর পরিমনির সঙ্গে সংসার করবেন না। কম যান না অভিনেত্রীও। তিনিও সাফ জানিয়ে দিয়েছেন, রাজের সঙ্গে আর সংসার নয়।
এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাজের বিরুদ্ধে আরও এক কঠিন সিদ্ধান্ত নিলেন পরিমনি। জানালেন, রাজের সঙ্গে তিনি আর কখনো কোনো সিনেমায় কাজ করবেন না। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান ‘স্বপ্নজাল’ খ্যাত নায়িকা।
পরীমনির কাছে প্রশ্ন ছিল, বিভেদ ভুলে তারা আবারও এক হবেন কি না। এ প্রশ্নের জবাব দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘রাজের সঙ্গে বনিবনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, ভবিষ্যতে আর একসঙ্গে কাজও করা হবে না।’
পরীমনি বলেন, ‘আগে আমাকে একা মনে হতো, আমার তো এখন ডানা আছে, আগে আমি উড়তে পারতাম না, এখন উড়তে পারি। এখন মোটেই আমাকে একা মনে হয় না। এতিমও মনে হয় না। আমার জীবন এখন কানায় কানায় ভরপুর।’
সম্প্রতি তিন অভিনেত্রীর সঙ্গে রাজের ভিডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে পরীমনির সঙ্গে তার দাম্প্রত্য কলহ প্রকাশ্যে আসে। এক লাইভে এসে পরীমনি জানান, ওই ঘটনার ১০ দিন আগেই রাজ জিনিসপত্র নিয়ে তার বাসা ছেড়ে বেরিয়ে যান। সে সময় এই জুটির একমাত্র সিনেমা ‘গুণীন’-এর পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এবং তার স্ত্রীও উপস্থিত ছিলেন।
পরীমনি জানান, গিয়াসউদ্দিন দম্পতি নানাভাবে বোঝান রাজকে। কিন্তু তিনি জানিয়ে দেন, পরীমনির সঙ্গে আর সংসার করবেনই না। যদিও গত শনিবার রাতে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের ১০ মাস পূর্তি উপলক্ষ্যে পাশাপাশি হয়েছিলেন রাজ-পরী। একসঙ্গে কেকও কাটেন।
ওই দৃশ্য দেখে তারকা দম্পতির ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন যে, মান-অভিমান ভুলে ফের এক ছাদের নিচে হয়েছেন রাজ-পরী। বিভিন্ন গণমাধ্যেমে এমন শিরোনামে খবরও প্রকাশ হয়। কিন্তু সবাইকে আশাহত করে রাজ-পরী জানান, শুধু ছেলের জন্যই সেদিন এক হয়েছিলেন তারা।
২০২১ সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ শুরু করেন রাজ ও পরীমনি। তারকা দম্পতি জানান, মাত্র এক সপ্তাহের পরিচয়েই তারা মন দেয়া-নেয়া সারেন। দেরি করেননি বিয়ের সিদ্ধান্ত নিতেও।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন আলোচিত এই জুটি। গত বছরের ১০ জানুয়ারি ফেসবুকে প্রকাশ করেন সেই খবর। একইসঙ্গে পরীমনি জানান, তিনি রাজের সন্তানের মা হতে যাচ্ছেন। এরপর ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান রাজ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।