বিনোদন ডেস্ক : দীর্ঘ ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কাতারে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে লিওনেল মেসিদের দলের সাপোর্টার ছিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তাই আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর তিনি স্বামী শরীফুল রাজের কাছে বায়না ধরেছিলেন মেসিদের দেশে নিয়ে যাওয়ার জন্য।
ফ্রান্সের বিপক্ষে ট্রাইবেকারে জিতে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে পরীমনি লিখেছিলেন, ‘এখনো বোকার মতো কেঁদে চলেছি। রাজ আমাকে তাড়াতাড়ি আর্জেন্টিনা নিয়ে চলো।’ রাজও নাকি স্ত্রীকে কথা দিয়েছিলেন তাকে আর্জেন্টিনা নিয়ে যাবেন।
কিন্তু সেটি আর হচ্ছে না। স্বামী রাজের সঙ্গে লিওনেল মেসিদের দেশে যাওয়া হচ্ছে না পরীমনির। কারণ, তাদের দাম্পত্য খাদের কিনারে। যেকোনো সময় আসবে ডিভোর্সের খবর। সেই ইঙ্গিত ইতোমধ্যে দিয়ে দিয়েছেন পরীমনি। নানা অভিযোগ তুলে জানিয়েছেন, রাজকে তিনি শিগগিরই ডিভোর্স লেটার পাঠাবেন।
এদিকে, স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ না তুললেও রাজও সাফ জানিয়েছেন, পরীমনির সঙ্গে তিনি আর সংসার করবেন না। খুব তাড়াতাড়িই তাদের পথ আলাদা হয়ে যাবে। তাই যেখানে সংসারই টিকছে না, সেখানে দুজনের একসঙ্গে আর্জেন্টিনায় ঘুরতে যাওয়ার দৃশ্য দেখা তো তাদের ভক্তদের জন্য অলিক স্বপ্ন।
রাজ ও পরীমনির সম্পর্ক যে ঠিক নেই, তা প্রকাশ্যে আসে কিছুদিন আগে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে স্বামী রাজকে জড়িয়ে একের পর এক বিস্ফোরক পোস্ট দেন পরীমনি। দাবি করেন, রাজ-মিম সম্পর্কে জড়িয়েছেন। যদিও রাজ বা মিম কেউই তা স্বীকার করেননি, বরং বলেছেন তাদের সম্পর্ক শুধু পেশাগত।
তাতে তুষ্ট হননি পরীমনি। তার একের পর এক পোস্টের জেরে অবশেষে মিম ঘোষণা দিতে বাধ্য হন যে, তিনি আর কোনো দিন শরিফুল রাজের সঙ্গে কাজ করবেন না। ঢালিউড পাড়ায় গুঞ্জন, সেই ঝামেলাই ফুলে ফেঁপে অনেক বড় হয়েছে। যার জেরে ভাঙনের দ্বারপ্রান্তে রাজ-পরীর সংসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।