শুভশ্রীর স্বামীকে ইঙ্গিত করে এবার আঙুল তুললেন মিমি

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত কলকাতা আন্তর্জাতিক উৎসব শেষ হয়েছে সবেমাত্র।

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়েছিল ধুমধাম করে। করোনার কারণে দিনক্ষণ পেছানো হলেও উৎসবের জাঁকজমকে ভাটা পড়েনি।

২৫ এপ্রিল ছিল উদ্বোধনী অনুষ্ঠান নজরুল মঞ্চে। এর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলচ্চিত্র উৎসবে তারার মেলা বসেছিল। এ সময় বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, রাজ চক্রবর্তী, অভিনেতা রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎসহ উপস্থিত ছিলেন টালিউডের একঝাঁক তারকা। কিন্তু কোথাও দেখা মেলেনি টালিউড হার্টথ্রুব অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে। চলচ্চিত্র উৎসব নিয়ে ক্ষোভ জানিয়েছে মিমি। তার অভিযোগ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডাস্ট্রির কেউ তাকে আমন্ত্রণই জানায়নি।

মিমি চক্রবর্তী বলেন, আমার লেটারবক্সে একটা আমন্ত্রণপত্র এসেছিল। কিন্তু তার পর ইন্ডাস্ট্রির কেউ ফোন করে আমাকে যাওয়ার কথা বলেননি। আমি জানিও না, কবে কী ইভেন্ট হয়েছে, কবে কী প্রেস কনফারেন্স হয়েছে। আমাকে কেউ জানায়নি। সে জন্য আমি যাইনি। আগে আমাকে ডাকা হলে আমি নিশ্চয়ই যেতাম।

ক্ষুব্ধ মিমি বলেন, মমতা ব্যানার্জি তো এ দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওনার পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না। এটাই দুঃখ লাগে যে, কেউ আমাকে ডাকেননি। যারা চলচ্চিত্র উৎসবের দায়িত্বে ছিলেন, একটা ফোন তো দূরের কথা, কেউ একটা মেসেজও করেননি।

আয়োজকদের প্রতি মিমির এমন আক্রমণের পর দর্শকদের কাঠগড়ায় পরিচালক রাজ চক্রবর্তী। কারণ চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন রাজ। টালিউডে গুঞ্জন শুভশ্রীর স্বামী রাজকে টার্গেট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মিমি।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি রাজ চক্রবর্তী।

একসময় মিমি আর রাজের সম্পর্ক নিয়ে টালিপাড়ায গুঞ্জন ছিল। পরে তাদের বিচ্ছেদ হয়। রাজ-শুভশ্রীর প্রেম নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মিমি। যদিও এখন সেসবে ইতি টেনেছেন দুপক্ষই। রাজ বিয়ে করেছেন শুভশ্রীকে। নতুন করে রাজকে নিশানা করা পুরনো বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দেওয়া।

বন্ধুর সঙ্গে বিকিনিতে ঘনিষ্ঠ মন্দিরা, সমালোচনার ঝড়