রাজ চক্রবর্তী টলিউড পেরিয়ে এবার বলিউডে!

Raj Chakraborty

বিনোদন ডেস্ক : টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। বহুদিন পর স্বপ্নপূরণ হতে চলেছে রাজ চক্রবর্তীর। এবার নাকি হিন্দি সিরিজ পরিচালনা করবেন রাজ। যার প্রেক্ষাপট থাকছে রাজেরই হিট বাংলা ছবি ‘পরিণীতা’। যেটি জাতীয়স্তরে প্রথমসারির একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

Raj Chakraborty

২০১৯-এ মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘পরিণীতা’। নিজের ঘরানা ছেড়ে বের হয়ে একেবারেই অন্যধারার ছবি তৈরি করেছিলেন রাজ। আবার এই ছবিটিই রাজের অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী জীবনেও একটা মাইলস্টোন। এই ছবির হাত ধরেই নিজেকে অভিনেত্রী হিসাবে আরও একবার প্রমাণ করেছিলেন শুভশ্রী। বুঝিয়েছিলেন, তথাকথিত বাণিজ্যিক ছবির বাইরেও তিনি দক্ষ অভিনেত্রী।

যদিও সেই পরিণীতা গল্পকেই প্রেক্ষাপট করে সিরিজ আকারে তুলে ধরতে চলেছেন রাজ। যদিও গল্প ও চিত্রনাট্যে নাকি অনেকটাই বদল আনা হচ্ছে। রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজের জন্য গল্প লিখছেন এক মারাঠি লেখক। এখন প্রশ্ন, রাজের এই সিরিজের নায়িকাও কি শুভশ্রী?

সূত্রের খবর, রাজ নাকি এক্ষেত্রে হিন্দি ওটিটি দুনিয়ার দুই প্রথম সারির নায়িকাকে বেছে নিয়েছেন। যদিও নাম প্রকাশে নারাজ রাজ চক্রবর্তী। তবে এই সিরিজে বলিউডের নায়িকাদের পাশাপাশি কলকাতার খ্যাত নামা অভিনেতারাও থাকবেন বলে খবর।

পূজার সময় হিন্দি সিরিজের শুটিং করার পরিকল্পনা রয়েছে রাজের। আর বাংলা ছবির মতোই এই সিরিজের পটভূমিকাতেও থাকবে উত্তর কলকাতা। এখন প্রশ্ন বাবাইদার মৃত্যুর প্রতিশোধের গল্প থেকেই কি শুরু হবে সিরিজটি নাকি অন্য কোন গল্পে মোড় নেবে? সেটি জানারই অপেক্ষায় দর্শকরা। –হিন্দুস্থান টাইমস বাংলা