বিনোদন ডেস্ক : চমক দিতে পছন্দ করেন রাজ অ্যান্ড ডিকে। দ্য ফ্যামিলি ম্যান এ কথা প্রমাণ করেছে। এরপর তারা নির্মাণ করছেন সিটাডেল সিরিজের ভারতীয় সংস্করণ। তা নিয়েও দর্শকের আগ্রহের অন্ত নেই। কিন্তু এরই মধ্যে আরেকটি সিরিজ নিয়ে হাজির হয়েছেন তারা। ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘ফারজি’ নতুন কোনো সংবাদ দিচ্ছে। শহীদ কাপুরের ওটিটি অভিষেকের পাশাপাশি বেশকিছু কারণে দর্শক মনে করছে, এ সিরিজের গল্পের সঙ্গে দ্য ফ্যামিলি ম্যান যুক্ত। অর্থাৎ রাজ অ্যান্ড ডিকে তৈরি করছেন তাদের নিজস্ব ইউনিভার্স।
তাদের এ কথা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। দ্য ফ্যামিলি ম্যানের একাধিক চরিত্রকে দেখা গেছে ফারজিতে। সিরিজের একটি দৃশ্যে দেখা যায় মাইকেল (বিজয় সেতুপতি) ফোন করছেন চেল্লামকে। ‘ চেল্লাম স্যার’-এর কাছ থেকে ফ্যামিলি ম্যানের শ্রীকান্ত নানা সময়ই সাহায্য নিয়ে থাকে। মাইকেলের সঙ্গে চেল্লামের কথোপকথনে বোঝা যায়, তারাও অনেকদিন ধরে পরস্পরকে চেনেন। ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনে চেল্লামের সঙ্গে দর্শকের পরিচয়। তাকে দর্শকরা খু্বই পছন্দ করেছিলেন। ফলে তাকে ফিরিয়ে আনা অবশ্যই একটা বড় চমক। এমনকি দর্শকের জন্য আশার বিষয় যে তাকে আরো দেখা যাবে। এখানেই শেষ নয়। চমক আছে আরো।
সিরিজের একপর্যায়ে দেখা যায় মাইকেল নিজেই ফোন করছে শ্রীকান্তকে। তাদের সংক্ষিপ্ত কথোপকথন হয়। সে একটা সাহায্য চায় শ্রীকান্তের কাছে। দৃশ্যে তাকে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় হাঁটতে দেখা যায়। মনোজ বাজপায়ীকে দেখানো হয় না, কিন্তু তার কণ্ঠ শোনানো হয়। শ্রীকান্ত তার স্বভাবসুলভ গালাগালি করে কথা বলে মাইকেলের সঙ্গে। আরো দেখা যায়, তারা পরস্পরকে তুই তোকারি করে কথা বলছে। অর্থাৎ মাইকেলের সঙ্গে শ্রীকান্ত তিওয়ারির পরিচয় বহু পুরনো। শ্রীকান্ত ও মাইকেলের কথা বলার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তাদের যা বন্ধুত্ব, তাতে পুরনো কোনো কেসে একত্রে কাজ করার গল্প তৈরি করাই যায়।
রাজ অ্যান্ড ডিকে বেশ বড় পরিকল্পনা করেই মাঠে নেমেছেন বোঝা যাচ্ছে। দ্য ফ্যামিলি ম্যান যেখানে দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত, ফারজির গল্পটা তুলনামূলক সহজ। এখানে জাল টাকার কারবার হয়। শহীদ কাপুর ও বিজয়ের অভিনয়ে সিরিজটি এরই মধ্যে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। ফলে এটিকে বিস্তৃত করার সুযোগ থাকছে। হয়তো রাজ অ্যান্ড ডিকে কিছুদিন পর আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।