রাজকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন ভক্ত

রাজ

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে দেশের সিনে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত নাম শরিফুল রাজ। ‘পরাণ’ সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছেন তিনি। তাকে ঘিরে সিনেমা হল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানেই চলছে উচ্ছ্বাস।

রাজ

শরিফুল রাজ যে দর্শকের হৃদয়ে রাজ করতে শুরু করেছেন, তার আরেকটি নজির দেখা গেল বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায়। পুরান ঢাকার বাবু বাজার ব্রিজসংলগ্ন কেরাণীগঞ্জের ‘লায়ন সিনেমাস’-এ দর্শকের প্রতিক্রিয়া দেখতে যান ‘পরাণ’-এর নির্মাতা রায়হান রাফি, নায়িকা বিদ্যা সিনহা মিম, অভিনেতা শরিফুল রাজ ও ইয়াশ রোহান। তাদেরকে পেয়ে দর্শকের মাঝে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়।

শো শেষে তারকারা দর্শকের সঙ্গে কথা বলছিলেন, সেলফিতে পোজ দিচ্ছিলেন। এমন মুহূর্তে ব্যতিক্রম একটি ঘটনা ঘটে। এক ভক্ত ছুটে এসে জড়িয়ে ধরেন শরিফুল রাজকে। কাঁদতে কাঁদতে রাজকে তিনি বলেন, ‘আপনার অভিনয়ে আমি মুগ্ধ’।

রোববার (১০ জুলাই) ঈদের দিন দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। প্রথম দিনই দর্শকের প্রতিক্রিয়া জানতে স্টার সিনেপ্লেক্সে যান সিনেমাটির অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা। দর্শকের উচ্ছ্বাস ভিডিওবন্দি করে শেয়ার করেছেন তারা। জনপ্রিয়তা থাকায় এই সিনেমার জন্য হল সংখ্যা শুক্রবার (১৫ জুলাই) থেকে বাড়িয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এভাবেই যখন প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা, তখন পিছিয়ে নেই তার স্ত্রী চিত্রনায়িকা পরিমণিও। সশরীরে তাদের সঙ্গে না থাকতে পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।