বিনোদন ডেস্ক: প’র্নো ভিডিও তৈরির মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজকুন্দ্রা।
এ নিয়ে কম জল ঘোলা হয়নি ভারতে। স্বামীর এই প’র্নোকাণ্ডে আদালত আর থানায় চক্কর কাটতে কাটতে নাজেহাল হন শিল্পাও।
সেই ধকল যেতে না যেতেই এবার বেআইনি অর্থ লেনদেনের অভিযোগের মুখে পড়লেন রাজকুন্দ্রা।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শিল্পার স্বামীর নামে মামলা করেছে।
ব্যবসায়ী রাজের বিরুদ্ধে বৃহস্পতিবার ইডি এ মামলা করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
ইডির দাবি, প’র্নো ব্যবসায় অবৈধভাবে বহু অর্থ লেনদেনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন রাজকুন্দ্রা। এ দাবির পরিপ্রেক্ষিতে আদালতে রাজের বিরুদ্ধে এক হাজার ৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ।
গত বছরের জুলাই মাসে প’র্নো ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। সেই মামলার সূত্রেই এসেছে বেআইনি অর্থ লেনদেনের এই অভিযোগ।
রাজের বিরুদ্ধে সে মামলায় অভিযোগ, প’র্নো ছবি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মোবাইল ফোনে।
প’র্নো ছবি বানানোর মামলায় রাজ জামিনে মুক্তি পেয়ে জেলের বাইরে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।