শুভশ্রীর সঙ্গে দাম্পত্য জীবন কেটে গেল ৪ বছর, ফের বিয়ে করতে চান রাজ

রাজ

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে পেরিয়ে গেল চার চারটে বছর। চোখের পলকে এক একটা নতুন অধ্যায় যোগ হচ্ছে তাদের জীবনে। বলা হচ্ছে রাজ-শুভশ্রী জুটির কথা প্রেম বিরহ বিতর্ক পেরিয়ে তারা এখন বাবা-মা। এরই মাঝে জীবন বদলেছে তাদের। দক্ষ অভিনেত্রীর পাশাপাশি দক্ষ সংসারী হয়ে উঠেছেন শুভশ্রী অপরদিকে পরিচালকের তকমা পেরিয়ে বিধায়ক হয়ে উঠেছেন রাজ।

রাজ

সংসার কাজ সব মিলিয়ে বেশ ভালই চলছিল এই জুটির কিন্তু হঠাৎ এই রাজের মুখে শোনা গেল অন্যকথা। চার বছর পেরিয়ে আবার বিয়ে করতে চাইছেন রাজ চক্রবর্তী। সম্প্রতি নিজের মুখেই এই কথা স্বীকার করে নিলেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই মতিভ্রম! কেনই বা ফের বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন পরিচালক!

বর্তমানে টলিউডের অন্যতম পাওয়ার কাপল হয়ে উঠেছেন রাজ-শুভশ্রী জুটি। 4 বছর আগে 11 মে সাত পাকে বাঁধা পড়ে ছিলেন তারা। এই চার বছরে বহু উথান পতন এসেছে তাদের মধ্যে। কিন্তু তার পরেও সর্বদা একে অপরের পরিপূরক হয়ে রয়ে গেছেন। কিন্তু সম্প্রতি পরিচালক বলে বসলেন তিনি নাকি আবার বিয়ে করতে চান। চতুর্থ বিবাহ বার্ষিকীর দিনেই কিনা আবারো বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

আসলে চার বছর আগে ফিরে দেখলে আজও সেই দিনের কথা মনে পড়ে রাজ চক্রবর্তী। বর্ধমানের বাওয়ালি রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সব মিলিয়ে জমে উঠেছিল বিবাহ আসর। আর সেই দিনই ফিরে যেতে চান তিনি।

কঙ্গনার বিয়ে হচ্ছে না যে কারণে

অর্থাৎ অন্য কাউকে নয় শুভশ্রীর সঙ্গে ফের বাওয়ালি রাজবাড়িতে যেতে চান রাজ, ফের শুভশ্রীর সঙ্গে ঘুরতে চান সাত পাক। নিন্দুকেরা যা-ই বলুক না কেন আরো 40 বছর একসাথে কাটাতে চায় রাজশ্রী জুটি।