রাজ ভাইয়ার অধিকার আছে আমাকে শাসন করার : শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জন্মদিন ছিল বৃহস্পতিবার (১০ আগস্ট)। এদিন ভক্তদের বার্তা আর শুভ কামনায় ভাসছেন এ নির্মাতা। এদিকে নির্মাতার জন্মদিনে উইশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টও করেন তিনি।

শবনম ফারিয়া

পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘আমি খুব জেদি মানুষ, আমাকে বোঝাতে আসা কিংবা জ্ঞান দেয়া আমার খুব অপছন্দের একটা জিনিস! আমাকে শাসন করার ক্ষমতা আমি কাউকে দেই না, আমার বাবা-মার বাইরে খুব কম মানুষের এক্সেস আছে আমার পার্সোনাল স্পেসে!’

‘কিন্ত এই মানুষটার এক্সেস আছে আমাকে যা খুশি বলার, শাসন করার (খুব একটা লাভ হয় না যদিও), দুনিয়াতে এমন খুব কম বিষয় আছে যেইটা আমি ভাইয়াকে বলতে পারি না!’

এ অভিনেত্রী আরও লেখেন, ‘জীবনে এমন কারও সাথে পরিচয় হওয়া সবার ভাগ্যে থাকে না! আল্লাহ্ আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, আবার অনেক কিছু দিয়েছে, সেই দেয়ার বাক্সের মধ্যে একটা উপহার ভাইয়া।’

শেষে শবনম ফারিয়া লেখেন, শুভ জন্মদিন রাজ ভাইয়া। আগামী বছর আমি ভাবির (রাজের স্ত্রী) সঙ্গে ছবি পোস্ট করতে চাই।

সুইমিংপুলের পানিতে আগুন জ্বালালেন শমা, তুমুল ভাইরাল ছবি

শবনম ফারিয়ার এ পোস্টে কমেন্ট করেছেন মোস্তফা কামাল রাজ। তিনি লিখেছেন, ‘তুই একটা লক্ষ্মী বোন আমার।’