জুমবাংলা ডেস্ক : রাজবাড়ী’র গোয়ালন্দে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) অসহায় মানুষদের কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
গত সোমবার ভুক্তভোগী সাইদুল ইসলাম এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাইদুল ইসলাম জানান, গোয়ালন্দ উপজেলার উজানচর জামতলা হাটে আমার রিক্সার পাঁচপাতির দোকান। এই সংস্থার ম্যানেজারসহ আমার দোকানে গিয়ে ঋণ দেয়ার কথা বলে। তখন তাদের কাছে আমি ১০ লক্ষ টাকা ঋণ চাই।
আমি তাদের অফিসে আসলে তারা আমাকে ৮ লক্ষ টাকা ঋণ দেয়ার কথা বলে। এর জন্য তারা আমাকে ৮০ হাজার টাকা সঞ্চয় ও বীমার জন্য পাঁচ হাজার টাকা জমা দেয়ার কথা বলে। আমি তাদের অফিসে এসে ৭৫ হাজার ৫শ টাকা জমা দেই। তারা ১৭ই মার্চ সোমবার বেলা বারোটার দিকে আমাকে ঋণ দেয়ার কথা বলে। সোমবার ঋণ নেয়ার জন্য তাদের অফিসে আসলে দেখি তাদের অফিস তালা মারা এবং ফোন নাম্বার বন্ধ।
বাসার মালিক প্রান্তি সুলতানা বলেন, তারা প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়া দেয়ার কথা বলে গত দশ দিন ধরে আমাদের বাসাটি তিন বছরের জন্য ভাড়া নেয় এনজিওর জন্য। তারা বলেছিল দু-একদিনের মধ্যে আমাদের সাথে একবারে ডিট করে সকল কাগজ পত্র দিবে বলে।
এ বিষয়ে জানতে ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয় দেওয়া মো. রুবেল হাসানের ফোন নাম্বারে ফোন দিলে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন জানান, গোয়ালন্দে ঊষার আলো ফাউন্ডেশন নামে এনজিও প্রতিষ্ঠান আমাদের রেজিষ্ট্রেশনের তালিকায় নেই। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।