দুই বিক্ষোভে যানজটে পড়ে দিনভর চরম দুর্ভোগ পোহালেন রাজধানীবাসী। গতকাল দুপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ইউরোজোন ফ্যাশনস নামের একটি গার্মেন্টের শ্রমিকরা। ওদিকে বিকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। এতে তৈরি হয় চরম যানজট। কুড়িল অবরোধের ফলে রামপুরা থেকে বিমানবন্দরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেকে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে পৌঁছেন। বিকাল ৩টার দিকে পুলিশের আশ্বাসে সড়ক ছাড়েন গার্মেন্ট শ্রমিকরা।
পল্টন মোড়ে গণঅধিকারের বিক্ষোভ: নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। হামলার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন তারা।
বুধবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড়ে রাস্তা অবরোধ করেন। এক ঘণ্টার বেশি সময় রাস্তা অবরোধ করে রাখে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় ভয়াবহ যানজটের।
তাদের দাবি- নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার অবশ্যই হতে হবে।
এই হামলা শুধু নুরুল হক নুরের ওপর নয়, এটা গণ-অভ্যুত্থানের ওপর হামলা। সুতরাং নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাংলাদেশের দল নয়।
এরা ভারতের দল। আপার মত জাপাকেও ভারতে পাঠাতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা গ্রেপ্তার হলে, জিএম কাদের কেন গ্রেপ্তার হয় না? কারা তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? এইবার কিন্তু জাতীয় পার্টিকে বিরোধীদল বানানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি ও ১৪ দলকেও নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ এর ব্যানারে আগামী শুক্রবার, বিকাল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে সংহতি সমাবেশ। এই সমাবেশ আমাদের ঐক্য প্রতিষ্ঠার সমাবেশ। আমাদের মধ্যে ঐক্য না থাকলে আওয়ামী লীগ আবারো ফিরে আসবে।
আমরা বিভাজিত হওয়ার সুযোগে সেনাবাহিনী ও পুলিশের একটি অংশ এভাবে হামলার সুযোগ পেয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না। সরকার শুধু সহানুভূতি দেখিয়ে মাফ পাবে না। দোষীদের বিচার করতে হবে।
কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ: এদিকে বকেয়া বেতন-ভাতার ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোডের সড়কের দুই লেন অবরোধ করে ইউরোজোন ফ্যাশনস নামের একটি গার্মেন্টের শ্রমিকরা।
গতকাল বেলা ১২টার দিকে প্রায় ৫০০ শ্রমিক ওই সড়কে অবস্থান নেয়। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে যান যাত্রীরা। এ সময় যাত্রীদের হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে।
বিশেষ করে রামপুরা থেকে বিমানবন্দরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়ে যান। দীর্ঘ লাইন লেগে যায় যানবাহনের। গণপরিবহনে থাকা যাত্রীরা নেমে পড়েন দীর্ঘক্ষণ বসে থেকে।
বিকাল সাড়ে তিনটার দিকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে কুড়িলে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুরে শ্রমিকদের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে বৈঠক করে।
সেখানে সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ থেকে আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেয়া হয়। আশ্বাস পাওয়ার পর বিকালের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। তবে, দীর্ঘক্ষণ ভোগান্তি এড়াতে বিকল্প ডাইভারশন দেয় ডিএমপির গুলশান বিভাগ ট্রাফিক। এতে জনভোগান্তি এড়াতে একগুচ্ছ নির্দেশনা দেয় ডিএমপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।