বিনোদন ডেস্ক : নায়ক-নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে অনেকেই ময়ানগরীতে আসেন। কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো নয়। এমন অনেক নায়ক-নায়িকা তাদের সামান্যতম ভুলের খেসারত হিসেবে ইন্ডাস্ট্রি থেকে চিরতরে হারিয়ে গিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ আবার খুবই মর্মান্তিক পরিণতি শিকার হয়েছেন। এমনই এক অভিনেত্রী ছিলেন নিশা নুর।
নিশা ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী। এক সময় তিনি তার অভিনয়ের দক্ষতার জোরে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। ৮০ দশকে তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষার ছবিতে তার বেশ চাহিদা ছিল। কিন্তু এমন বড় মাপের অভিনেত্রীও ভুল পথে পা বাড়িয়ে বসেন।
সেই সময় তিনি পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। রজনীকান্ত থেকে শুরু করে কমল হাসানদের মত একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। কিন্তু হঠাৎ করেই তার জীবনে ঘনিয়ে আসে দুঃসময়।একটা সময় পর নিশার হাতের ছবির অফার আসা কমে যায়।
ইন্ডাস্ট্রিতে তেমন কোন ভালো কাজের সুযোগ পাচ্ছিলেন না। ওই সময় এক প্রযোজক তাকে দেহ ব্যবসায় নামার কথা বলেন। নিশাও তার কথায় রাজি হয়ে অভিনয় ছেড়ে দেহ ব্যবসাকেই একমাত্র উপার্জনের রাস্তা করে নেন। এদিকে নিশা যৌন পেশা নিয়েছেন জেনে ইন্ডাস্ট্রির মানুষেরাও তাকে এড়িয়ে চলতে থাকে।
ওই সময় যে শুধু ইন্ডাস্ট্রির লোকেরাই তার থেকে মুখ ঘুরিয়ে নেন তেমনটা নয়, নিশার পরিবারের কেউই তার খোঁজখবর রাখতেন না। এদিকে তার তিল তিল করে জমানো সমস্ত উপার্জনও শেষ হয়ে যাওয়ায়। রাতারাতি তিনি পথের ভিখিরিতে পরিনত হন এবং ভিক্ষা করে দিন যাপন করতেন।
বেশ কিছু সময় বাদে তামিল একটি এনজিও একটা দরগার সামনে থেকে তাকে উদ্ধার করে। তখন তার কঙ্কালসার, হার জিরজিরে, অনাহারে অভুক্ত নিশার দুর্বল শরীরে বাসা বেঁধেছিল মারন রোগ এইডস (Aids)। ২০০৭ সালে একাকী নিঃসঙ্গ অবস্থায় তামিলনাড়ুর এক হাসপাতালে তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।