যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করলেন রজনীকান্ত

রজনীকান্ত

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার সুপারস্টার থালাইভা রজনীকান্ত উত্তরপ্রদেশের লখনউ শহর পৌঁছেছেন। তার স্ত্রী লতা রজনীকান্তও, তার সঙ্গে উপস্থিত রয়েছেন। আসলে রজনীকান্তের ফিল্ম ‘জেলার’ বক্স অফিসে রেকর্ড ব্রেকিং আয় করছে।

রজনীকান্ত

যেদিন থেকে রিলিজ হয়েছে অডিয়েন্স সিনেমাটিতে মাথায় তুলে রেখেছে। যা নামানোর নাম করছে না। দু’বছর পরে রজনীকান্ত বড়পর্দায় ফিরেছেন এবং এই ধামাকাদার এন্ট্রি করেছেন। এখন যেহেতু জেলার হিট হয়ে গিয়েছে তো এই কারণে রজনীকান্ত চার ধামযাত্রা এবং তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন।

রজনীকান্ত বদ্রীনাথ দর্শন করার পরে সোজা লখনউ পৌঁছান। সেখানে প্রথমে ডেপুটি সিএম কেশব প্রসাদের সঙ্গে দেখা করেন এই সময় রজনীকান্তের ফ্যান জেলার-এর স্পেশাল স্ক্যানিং করা হয়। দুজনে দুপুর দেড়টার সময় একসঙ্গে বসে সিনেমা দেখেন। লখনউ এর ফিনিক্স ক্লাসিও তে আইনক্স মেগাপ্লেক্সে বসে সিনেমা দেখেন।

তারপরেই রজনীকান্ত সোজা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছান। যেখানে রজনীকান্ত সোজা গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বলে দেখা যাচ্ছে। যোগীও ফুলের তোড়া হাতে নিয়ে রজনীকান্তকে স্বাগত জানাচ্ছেন।

নিজের বেডরুমের গোপনীয়তাও ফাঁস করে দিলেন দীপিকা

ঘরে নিয়ে গিয়ে তার রজনীকান্তকে আদর আপ্যায়ন করেন যোগী আদিত্যনাথ। দুজনের মধ্যে কিছু কথা হয়েছে। সঙ্গে একটি বই এবং শো-পিস রজনীকান্ত, যোগী আদিত্যনাথকে গিফট করেন। এছাড়া লতা রজনীকান্ত এবং রজনীকান্ত মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে ফটো তোলেন। কিছুক্ষণ পর কথাবার্তার পর একটা সেখান থেকে হোটেল চলে যান রজনীকান্ত।