রেকর্ড পারিশ্রমিক নিয়ে এশিয়ার সবচেয়ে দামী অভিনেতা রজনীকান্ত

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তের জন্য ২০২৩ সাল অন্য রকম একটি বছর। টানা কয়েক বছর ফ্লপের পর সর্বশেষ সিনেমা ‘জেলার’ ভালো অঙ্কে সফলতার মুখ দেখেছে। এর পরপরই হাঁকিয়ে বসেছেন রেকর্ড পারিশ্রমিক। খবর কইমই।

বর্তমানে রজনীর হাতে রয়েছে বড় দুটো প্রজেক্ট। এর একটি লোকেশ কনগরাজের পরিচালনায় নির্মিত হচ্ছে, যার আপাতত নাম ‘থালাইভার ১৭১’।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘২.০’ এর পর রজনীকান্তের কোনো সিনেমাই ভালো চলেনি। এ তালিকায় আছে পেটা, দরবার বা আনাত্তের মতো বড় বাজেটের নির্মাণ। ধারণা করা হচ্ছিল, পুরোনো ফর্ম আর আয়ত্তে আনতে পারবেন না এ অভিনেতা। কিন্তু সব হিসাব-নিকাশ পাল্টে দেয় নেলসন পরিচালিত ‘জেলার’। এখন এটি কলিউড ইন্ডাস্ট্রিতে বৈশ্বিক আয়ে দ্বিতীয় শীর্ষ সিনেমা।

এরপর থেকেই নতুন করে আশায় বুক বেধেছেন রজনীর ভক্তরা। এর মধ্যে হালের অন্যতম স্টাইলিশ পরিচালক লোকেশের সঙ্গে কাজ উত্তাপই বাড়িয়ে দিয়েছে। এ নির্মাতার সর্বশেষ সিনেমা ‘লিও’ বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করেছে গত কয়েক সপ্তাহে। ফলে তার সিনেমাটিক ইউনিভার্সে রজনীকান্তের প্রবেশ খুবই লাভজনক বিবেচিত হচ্ছে।

এর আগেও রজনীকান্ত পারিশ্রমিকের অঙ্কে বলিউড তারকাদেরও হার মানিয়েছেন। এবার নাকি ‘থালাইভার ১৭১’ এর জন্য এ অঙ্ক ২৬০ থেকে ২৮০ রুপির মধ্যে ছুঁতে যাচ্ছে। বলা হচ্ছে, এ অঙ্ক নির্ধারিত হওয়ার আগে নির্দিষ্ট অঞ্চলের পরিবেশনা স্বত্বের প্রস্তাব দেয়া হলে অভিনেতা তা নাকচ করে দেন।

গুঞ্জনটি সত্য হলে রজনীকান্ত হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। এর আগেও পারিশ্রমিকের নিরিখে জ্যাকি চ্যানকে ছাড়িয়ে যান তিনি।

‘থালাইভার ১৭১’ ও ‘জেলার’-এর প্রযোজনা সংস্থা একই। সান পিকচার্স। এর আগে ‘জেলার’ ব্লকবাস্টার ব্যবসার করার পর রজনীকান্তকে একটি বিএমডব্লিউ এক্স৭ ও লভ্যাংশের চেক দেন প্রযোজক।