বিনোদন ডেস্ক : ২০২৪ সালে কি রাজনৈতিক জীবনের ইতি টানছেন টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব? লোকসভার নির্বাচনের কয়েক মাস আগে সেই জল্পনাই উস্কে দিলেন ঘাটালের দুইবারের তৃণমূলের সংসদ সদস্য। শোনা যাচ্ছে, এখন অভিনয়েই মনোনিবেশ করতে চান এই অভিনেতা।
এ প্রসঙ্গে সরাসরি প্রশ্নের উত্তর না দিলেও ‘নিউজ ১৮ বাংলা’কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ২০২৪-এর নির্বাচনে তিনি ফের লড়বেন কি না সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি।
অভিনেতা ও সংসদ সদস্যের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর সিনেমা ক্যারিয়ার তুঙ্গে।
তাই এইসময়টা রাজনীতি থেকে সরে এসে পুরোপুরি সিনেমাতেই ফোকাস করতে চাইছেন। কিন্তু দেব নিজে কী বলছেন? সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি মনে করি, ঘাটালে পূর্ণ সময়ের সংসদ সদস্য হলে আমার চেয়ে ভালে কাজ করবে। তবে ২০২৪-এ আমায় দল টিকিট দেবে কিনা, কিংবা আমি নিজে ভোটে লড়ব কিনা, সেসব নিয়ে এখনও কিছুই ভাবিনি।’
২০১১ সালে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে নিজের পরিচয় গড়ে তোলেন দেব।
এরপর ২০১৪ সালে তাঁকে লোকসভা ভোটে দাঁড় করিয়ে রীতিমতো চমক দেন তৃণমূলের প্রধান মমতা ব্যানার্জি। ঘাটাল থেকে ভোটে জিতে সংসদ সদস্য নির্বাচিত হন অভিনেতা। এরপর ২০১৯ সালেও তাকে ঘাটাল থেকেই দ্বিতীয়বার টিকিট দেওয়া হয়। সেবারও ভোটে জিতে সংসদ সদস্য হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।