জুমবাংলা ডেস্ক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, রাজনীতি কোনো ব্যবসা নয়, কোনো ব্যবসার হাতিয়ারও নয়। যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিণত করছে, সেই ব্যবসা আমরা বন্ধ করে দেব। বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে আপনারা প্রতিহত করুন।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, গত আগস্টের পর দলের কিছু নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ব্যক্তিস্বার্থে যে দুর্নাম অর্জন করেছেন, তা অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক। রাজনীতি করতে হবে দেশের জন্য। রাজনীতিকে ব্যবসার স্বার্থে ব্যবহার করা যাবে না। রাজনীতিকে ব্যবসায় পরিণত করা যাবে না।
তিনি বলেন, সামনের নির্বাচন কঠিন একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি আমরা সফলতা চাই তাহলে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করতে হবে। দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দিতে হবে। কোনোভাবেই দুর্নীতিকে আশ্রয়-প্রশয় দেয়া যাবে না।
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ট্রেনের টিকিট বিক্রি, কালোবাজারির হোতা গ্রেপ্তার
পৌর বিএনপির সদস্য শহীদ বাবু ও রুবেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য শামজুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।