Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টারিং ও কর্মসূচি, শিক্ষার্থীদের ক্ষোভ
শিক্ষা ডেস্ক
শিক্ষা

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টারিং ও কর্মসূচি, শিক্ষার্থীদের ক্ষোভ

শিক্ষা ডেস্কShamim RezaNovember 9, 20253 Mins Read
Advertisement

হাসিন আরমান : ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে আইনের তোয়াক্কা না করে পোস্টারিং ও দলীয় কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রাজনীতি নিষিদ্ধ শনিবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করে সংগঠনটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দেয়াল এবং বিজয়-২৪ হলের ৪০৫ নং কক্ষের দরজায় দলীয় পোস্টারও সাঁটানো হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনার জন্ম নেয়।

প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে যখন কোনো সংগঠন প্রকাশ্যে মিটিং বা সভা করে সেটা শুধু বিশ্ববিদ্যালয়ের নিয়মের পরিপন্থি নয়, বরং প্রতিষ্ঠানটির শৃঙ্খলা ও নিরপেক্ষ পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রশাসনিক নীতিমালাকে উপহাস করার শামিল। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এ ধরনের আইনবহির্ভূত কার্যক্রমের তীব্র নিন্দা জানাই। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি ক্যাম্পাসের শান্তিপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।’

আইন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান রায়হান বলেন, ‘রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক কর্মসূচি প্রশাসনের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে। ছাত্রদল তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, যা শিক্ষাঙ্গণে নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি তাদের ছাত্র সংগঠন কতটা ভয়ানক ছিল। ছাত্র রাজনীতির নামে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। যার ফলে জুলাই পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ থাকবে। তাই সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার চাওয়া- ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকুক এবং প্রশাসন সে সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করুক।’

হলে পোস্টার লাগানোর বিষয়ে ৪০৫ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘কারা এখানে পোস্টার লাগিয়েছে আমি জানি না। আমার মনে হয় ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা কেউ ষড়যন্ত্র করেছে।’

ওই কক্ষের আরেক আবাসিক শিক্ষার্থী সুমিত সরকার বলেন, ‘আমি রুমের বাহিরে আছি। পোস্টার কে লাগিয়েছে আমি জানি না।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধুমাত্র ছাত্রদলের একার না, এটা সকলের। এই দিবস পালন করা প্রশাসন-সহ সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের দায়িত্ব। এমন একটি দিবস প্রশাসন কেন পালন করেনি সেটা প্রশাসনের প্রতি আমার প্রশ্ন৷ আওয়ামী ফ্যাসিস্টের দোসরের দেওয়া একটি সিন্ডিকেট সিদ্ধান্তের দোহায় দিয়ে আমাদেরকে দমিয়ে রাখছে প্রশাসন। আমরা ছাত্রদল এটার তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিজয়-২৪ হলে পোস্টার লাগানোর বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দল থেকে হলে পোস্টার লাগানোর কোনো দিকনির্দেশনা ছিল না। আমার মনে হয় ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে কেউ ষড়যন্ত্র করছে এটা। আর যদি ভুলক্রমে আমাদের দলের কেউ এটা করে থাকে তাহলে আমরা দুঃখ প্রকাশ করছি।’

আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জাতীয় বিল্পব ও সংহতি দিবস বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় ইস্যু। এটা শুধু ছাত্রদলের না সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের পালন করা উচিত। মুক্তমঞ্চ হচ্ছে সকলের মত প্রকাশের স্থান, তাই আমরা এই প্রোগ্রাম মুক্তমঞ্চে আয়োজন করেছি।’

বিজয়-২৪ হলে পোস্টার লাগানোর ব্যাপারে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। হলে পোস্টার লাগানোর বিষয়ে আমাদের সাংগঠনিক কোনো নির্দেশনা ছিল না।’

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খাঁন বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত হয়েছি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি কারা এই পোস্টার লাগিয়েছে। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, ‘আমাদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। আজকে যারা প্রোগ্রাম করেছে এতে প্রশাসনের অনুমতি নেয়নি তারা। আমি দুইটা ছবি দেখেছি কিন্তু সেখানে শুধু খালি চেয়ার আর পোস্টার দেখেছি। বিষয়টা আমরা দেখবো।’

শরীরে ভিটামিন ডি বাড়ানোর জন্য রোদে কতটা সময় থাকা উচিত?

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও গত ১৪ সেপ্টেম্বর প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও কর্মসূচি ক্যাম্পাসে ক্ষোভ ছাত্রদলের নিষিদ্ধ পোস্টারিং রাজনীতি শিক্ষা শিক্ষার্থীদের
Related Posts
এইচএসসি ২০২৫

এইচএসসি ২০২৫: বাতিল হলো ৪৩ পরীক্ষার্থীর পরীক্ষা

December 20, 2025
মাউশির জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

December 17, 2025
এমপিও শিক্ষক

এমপিও শিক্ষকরা যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না

December 16, 2025
Latest News
এইচএসসি ২০২৫

এইচএসসি ২০২৫: বাতিল হলো ৪৩ পরীক্ষার্থীর পরীক্ষা

মাউশির জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

এমপিও শিক্ষক

এমপিও শিক্ষকরা যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না

কুবি

কুবিতে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে দুই দফায় বাকবিতণ্ডা

সব শিক্ষাপ্রতিষ্ঠান

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

Logo

বছরের শেষে লম্বা ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন

জাহাঙ্গীর আলম শান্ত

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেলেন যত নম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

মেডিকেল ভর্তির ফল

মেডিকেল ভর্তির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

Sikkha

বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে : গণশিক্ষা উপদেষ্টা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.