বিনোদন ডেস্ক : ইদানীং রাজনীতির মাঠে তারকাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। সব অঙ্গনের তারকারা ভিড় জমাচ্ছেন এ জগতে। এবার শোনা গেল দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় নাম লেখাবেন রাজনীতিতে।
থালাপতি বিজয় ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, দক্ষিণী এই সুপারস্টার প্রায় ২০০ কর্মীকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করেছেন বলে জানা গেছে।
বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, আগেভাগেই রাজনীতিতে নামার প্রস্তুতি করেছেন বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগেই সেই বন্দোবস্ত করছেন তিনি। দলের নাম তামিল রীতিতে রাখা হবে।
সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিজয়। সেখানে তার বক্তব্য শুনে নেটিজেনরা ধরেই নিয়েছেন তিনি রাজনীতিতে আসছেন। তামিলনাড়ুতে শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে মত দেন অভিনেতা। তাকে সমর্থন জানিয়েছেন অনেকেই।
তবে অভিনেতা রাজনীতিতে যোগ দেয়া প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি। ধারণা করা হচ্ছে সময় এলেই সবকিছু পরিষ্কার করবেন তিনি।
থালাপতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তিনি সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন। তিনি একটি ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং একটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার জিতেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।