বিসিবি ও আইসিসির মধ্যে ভেন্যু নিয়ে দীর্ঘ টানাপোড়েনের শেষ পরিণতিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট। রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আপত্তি জানানোয় শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে টাইগাররা। আর সেই শূন্যস্থান পূরণ করার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

হঠাৎ পাওয়া এই বিশ্বকাপের টিকিটে স্কটিশ শিবিরে উচ্ছ্বাস থাকলেও বাংলাদেশের জন্য গভীর সহানুভূতি প্রকাশ করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। তিনি বলেন, মাঠের পারফরম্যান্সের বদলে এমন পরিস্থিতিতে বিশ্বকাপে সুযোগ পাওয়া আনন্দের হলেও কিছুটা অস্বস্তিকর। প্রতিটি দলই যোগ্যতা অর্জনের মাধ্যমে বড় আসরে খেলতে চায়। বাংলাদেশের মতো শক্তিশালী একটি দলের এমন বিদায় তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে বলেও জানান তিনি।
তবে আইসিসির র্যাংকিং বিবেচনায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে তারা সম্মানের সঙ্গেই গ্রহণ করেছেন বলে জানান লিন্ডব্লেড। সময় স্বল্পতার কারণে এখন চরম ব্যস্ততায় দিন কাটছে স্কটিশ বোর্ড ও টিম ম্যানেজমেন্টের। মাত্র ৩০ জনের ছোট একটি স্টাফ নিয়ে একসাথে নারী দলের নেপাল সফর, অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম এবং বিশ্বকাপ প্রস্তুতি সামলাতে হচ্ছে তাদের।
বিশ্বকাপকে সামনে রেখে ভিসা ও লজিস্টিক ব্যবস্থাপনা দ্রুত শেষ করতে দিন-রাত কাজ চলছে। এ বিষয়ে আইসিসি স্কটল্যান্ডকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে।
দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী স্কটল্যান্ডের পারফরম্যান্স প্রধান স্টিভ স্নেল। তার মতে, কোনো অতিরিক্ত চাপ ছাড়াই খেলবে স্কটল্যান্ড। প্রস্তুতির সময় কম হলেও আন্ডারডগ হিসেবে বড় দলগুলোর জন্য তারা অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
কলকাতার মাঠে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্কটিশরা। দীর্ঘ শীতকালীন বিরতির পর বিশ্বমঞ্চে ফেরার এই সুযোগ কাজে লাগিয়ে বড় কোনো অঘটনের স্বপ্ন দেখছে দলটি।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


