রাজশাহী-২: নৌকাকে হারিয়ে কাঁচির জয়

রাজশাহী-২

জুমবাংলা ডেস্ক : রাজশাহী-২ আসনে কাঁচি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ১১২টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট পেয়েছেন ৫৫ হাজার ১৪১ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪২৩ টি।

রাজশাহী-২

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে তরুণ এমপি হতে চলেছেন ময়েজ উদ্দিন রুয়েল

এর আগে সদর আসনে নৌকা বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে জেতাতে অঙ্গীকার করেছিলেন আওয়ামী লীগের নেতারা। বিজয়ী হওয়ার পর নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।